ভারতীয় রেলের একাধিক পদে ৫০,০০০ বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সকল ভারতীয় নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোন ITI অথবা অন্যান্য ডিপ্লোমা সার্টিফিকেটের প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা যেকোনো শাখায় স্নাতক পাশ করে থাকলেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যে বেশ কিছু পদের আবেদন পর্ব শুরু হয়ে গেছে। নিম্নে ভারতীয় রেলের উক্ত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। Railway Job Recruitment 2024
ভারতীয় রেল দেশের অন্যতম বৃহত্তম সরকারি পরিবহন সংস্থা। ভারতবর্ষ আয়তনে বৃহৎ তাই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া ব্যায় সাপেক্ষ। তাই সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ভারতীয় রেল। যেহেতু ভারতীয় রেল একটি সরকারি পরিবহন সংস্থা। তাই যাতায়াতের খরচ খুবই কম। দেশের মধ্যবিত্ত থেকে সাধারণ নাগরিকের প্রথম পছন্দের তালিকায় ভারতীয় রেল। বৃহৎ জনবহুল দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সহজ ব্যাপার নয়। এর জন্য প্রয়োজন প্রচুর সুদক্ষ কর্মী। বর্তমানে ভারতীয় রেলে কয়েক লক্ষ কর্মী কর্মরত অবস্থায় রয়েছে। এই কর্মী ভারতীয় রেলের জন্য যথেষ্ট নয়, তাই বর্তমানে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১. RRB NTPC:
ভারতীয় রেলের RRB NTPC পদে মোট ১১,৫৫৮ জন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় সকল ভারতীয় নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক পাস, স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে সকলে আবেদনযোগ্য। যেহেতু এটি নন টেকনিক্যাল পদ তাই আবেদনকারীর কোন প্রকার ITI সার্টিফিকেটের প্রয়োজন নেই। অনলাইনে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
২. RRB ALP:
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ১৮,৭৯৯ টি। যেহেতু এই পদটি টেকনিক্যাল পদ তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের টেকনিক্যাল এর দক্ষ হতে হবে। এছাড়াও আবেদনকারী যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সম্পূর্ণ করে থাকে তাহলে এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
৩. RRB Technician :
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে টেকনিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৪,২৯৮ টি। সকল ভারতীয় নাগরিক যাদের উক্ত বিষয়ে দক্ষতা রয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এই পদের জন্য আবশ্যিক ডিগ্রী কোর্স গুলি হল electrical, mechanical, and civil technicians প্রভৃতি।
৪. RRB Paramedical:
হঠাৎ দুর্ঘটনাজনিত কারণে ভারতীয় রেলের কর্মী অথবা প্যাসেঞ্জার আহত হয়ে পড়লে, দ্রুত তাদের পরিষেবা দেওয়া যায় সেই কারণে ভারতীয় রেল প্রতিবছর প্যারা মেডিকেল পদে কর্মী নিয়োগ করে থাকে। বর্তমানে প্যারামেডিকেল পদে মোট ১,৩৭৬ টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরিপ্রার্থীর মেডিকেলের দক্ষতা রয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এখানে মূলত নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অনন্য শুন্য পদের নিয়োগ করা হবে।
৫. RRB Junior Engineer:
জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে আবেদনকারী কে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে diploma in engineering সম্পূর্ণ করে থাকতে হবে। তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ৭,৯৫১ টি।
পরিশেষে বলা যায় করোনা মহামারীর কারণে দীর্ঘকাল ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধ ছিল। বর্তমানে অবশ্য ভারতীয় রেল মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন এবার থেকে প্রতি বছর ভারতীয় রেলে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে সেই অনুযায়ী RRB NTPC সহ একাধিক পদে ৫০ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে।
পুজোর আগে ফ্রী রান্নার গ্যাস! ফের দারুণ সুসংবাদ – Central Government Scheme
ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা। যার মাধ্যমে দেশের সাধারণ জনগণ অল্প খরচে পরিবহনের সুবিধা উপভোগ করে থাকে। রেল পরিবহনকে সুষ্ঠুভাবে পরিচালনার করতে প্রচুর কর্মীর প্রয়োজন। সে কারণে প্রতিবছর ভারতীয় রেলে হাজার হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। বর্তমানে RRB NTPC তরফে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কয়েক হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সকল ভারতীয় নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। Railway Job Recruitment
∆শূন্য পদের নাম:
ভারতীয় রেলের নন টেকনিক্যাল মূলত তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদ গুলির যথাক্রমে- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক, ট্রেন ক্লার্ক পদ।
∆মোট শূন্য পদের সংখ্যা:
ভারতীয় রেলের RRB NTPC বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় কোন পদে কি শূন্য পদ রয়েছে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো –
•কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২০২২ পদ
•অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট – ৩৬১ পদ
•জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক – ৯৯০টি পদ
•ট্রেন ক্লার্ক – ৭২টি পদ
∆আবেদন যোগ্যতা:
আগ্রহী চাকরিপ্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণে জন্য ITI অথবা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের প্রয়োজন নেই। কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই সকল চাকরি প্রার্থীরা আবেদনে অংশগ্রহণ করতে পারবেন।
∆আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in- ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলাকালীন আবেদনকারীকে একটি লগইন পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নাম্বার ও লগইন পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করলে, আবেদনকারীর সামনে একটি আবেদনের পেজ খুলে যাবে। আবেদন পত্রের উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, জাতিগত সংশয় পত্র ইত্যাদি নথিপত্র গুলো আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
∆আবেদন ফি:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে নেওয়া হবে ৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- SC, ST, প্রাক্তন সৈনিক, মহিলা, PwBD, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু প্রভৃতি আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে প্রয়োজন ২৫০ টাকা। আবেদনকালীন টাকা লাগলেও পরবর্তীকালে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে, চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য পুনরায় ভারতীয় রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।
রাজ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন – WB Job Recruitment
পুজোয় মূখ্যমন্ত্রীর দারুণ ঘোষণা! রাজ্যবাসী পাবেন লক্ষাধিক টাকা, দেখুন বিস্তারিত -WB Govt Scheme
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাই ক্ষেত্রে সর্ব প্রথমে কম্পিউটার ভিত্তিক CBT-1 টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে CBT-2 টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারীদের নিয়োগপত্র দেওয়া হবে।
∆আবেদন শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চলবে আগামী ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত। এছাড়াও আবেদন ফি জমা দেওয়ার তারিখ রয়েছে ২৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Website | Click Now |
Online Application | Click Now |