পুজোর মরশুমে সুখবর! SBI Bank দিচ্ছে গ্রাহকদের 50 হাজার টাকা, কীভাবে পাবেন দেখেনিন

পুজোর সময় যাদের ব্যবসা অথবা ব্যক্তিগত কারণে টাকার প্রয়োজন রয়েছে তাদের ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণ প্রদান করছে। তাই আপনার ঋণের প্রয়োজন হলে এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না। উৎসবের মরশুমকে কেন্দ্র করে ভারত সরকার পুনরায় ঝন প্রদান শুরু করেছেন। এখানে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারী শিল্প মন্ত্রকের তরফে সর্বোচ্চ ৫০ লাখ পর্যন্ত অল্প সুদে ঋণ দেওয়া হয়। যার প্রধান উদ্দেশ্যই হলো ভারতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটলে হাজার হাজার বেকার যুবক-যুবতী স্বনির্ভর হতে পারবে। তাদের কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি হবে। SBI Bank Scheme Idea

sbi bank scheme idea

বর্তমানে সমগ্র ভারতবর্ষ উৎসবে সামিল হয়েছেন। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটে। যেমন- উৎসবকে কেন্দ্র করে খাওয়া দাওয়া থেকে শুরু করে নতুন জামা কাপড় কেনাকাটা হয়। ‌তাই উৎসবের দিন গুলোকে কেন্দ্র করে সরকারি ঋণের সাহায্য কোন ছোট উদ্যোক্তা যদি কোন ছোট অথবা মাঝারি ব্যবসা শুরু করেন তাহলে অনায়াসে লাভবান হতে পারবেন। এইসব দিকে লক্ষ্য করে বর্তমানে ভারত সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের sbi ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। SBI Bank Scheme Idea

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI Bank) বিজনেস লোন:

সাধারণ ব্যক্তি ব্যাংকে গিয়ে যদি ঋণের আবেদন করে, সে ক্ষেত্রে তাকে অত সহজে ব্যাংক ঋণ প্রদান করে না। ঋণ নেওয়ার জন্য তাকে মূল্যবান কিছু জিম্মায় রেখে দিতে হয়। তাই অনেক উদ্যোক্তা ঋণ নেওয়ার ইচ্ছে থাকলেও বিভিন্ন প্রতিশ্রুতির কারণে নিতে ব্যর্থ হন। এছাড়াও এমন বহু লোক রয়েছে যাদের ব্যাংকের ঋণ নেওয়ার জন্য জিম্মায় রাখার মত তেমন কিছু নেই। সে কারণে তারা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে ব্যর্থ হন।‌ তবে ভারত ভারত সরকারের সহায়তায় বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করছে। এর জন্য আবেদনকারী কে কোন এজেন্ট অথবা বিশেষ নথিপত্রের প্রয়োজন নেই। সরাসরি অনলাইনের মাধ্যমে লোনের আবেদন করতে পারবেন। সমস্ত নথিপত্র যদি সঠিক থাকে তাহলে একদিনের মধ্যেই আবেদনকারীর লোন লোন মঞ্জুর হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লোনের আবেদনের জন্য আবেদনকারীকে অতিরিক্ত আর্থিক নথি দেখানোর প্রয়োজন নেই। সরাসরি উদ্যোক্তাদের ব্যাঙ্কিং ট্রানজাকশন হিস্ট্রি ও জিএসটি রিটার্নের (GST Return) ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হবে।

আবেদন পদ্ধতি:

যে সকল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় থেকে লোনের প্রয়োজন রয়েছে। তারা সরাসরি SBI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি গ্রহণ করতে হবে।

  •  সর্বপ্রথম আবেদনকারী SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে লোন সেকশনে ক্লিক করতে হবে।
  • এরপর সঠিক তথ্য সমেত আবেদন পত্রটিকে পূরণ করতে হবে। খেয়াল রাখতে হবে প্রদত্ত নথিপত্র গুলি যাতে সঠিক থাকে।
  • এরপর কত টাকা লোনের জন্য আপনি আবেদন করছেন সেটি এন্ট্রি করতে হবে।
  • সমস্ত তথ্য পূরণ হয়ে গেলে ফরমটিকে সাবমিট করতে হবে।
  •  সবশেষে আপনার আবেদন পত্রটি গৃহীত হওয়ার পর সেটি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন এর কিছুদিনের মধ্যেই আপনি যোগ্য হলে লোন পাবেন।

এছাড়াও যেসমস্ত ছোট ব্যবসায়ীদের GST Return নেই অথবা তাঁদের স্থায়ী দোকান নেই এবং যারা ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানদার তারা এই প্রকল্প থেকে লোন না পেলে তারা SBI E Mudra Loan পেতে পারেন

SBI Bank নিচ্ছে 10 হাজার কর্মী, শুধু জানতে হবে এই কাজ, দেখুন বিস্তারিত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা। যার মাধ্যমে দেশের সাধারণ জনগণ অল্প খরচে পরিবহনের সুবিধা উপভোগ করে থাকে। রেল পরিবহনকে সুষ্ঠুভাবে পরিচালনার করতে প্রচুর কর্মীর প্রয়োজন। সে কারণে প্রতিবছর ভারতীয় রেলে হাজার হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। বর্তমানে RRB NTPC তরফে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কয়েক হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সকল ভারতীয় নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। Railway Job Recruitment

∆শূন্য পদের নাম:

ভারতীয় রেলের নন টেকনিক্যাল মূলত তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদ গুলির যথাক্রমে- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক, ট্রেন ক্লার্ক পদ।

∆মোট শূন্য পদের সংখ্যা:

ভারতীয় রেলের RRB NTPC বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় কোন পদে কি শূন্য পদ রয়েছে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো –

•কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২০২২ পদ

•অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট – ৩৬১ পদ

•জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক – ৯৯০টি পদ

•ট্রেন ক্লার্ক – ৭২টি পদ

∆আবেদন যোগ্যতা:

আগ্রহী চাকরিপ্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণে জন্য ITI অথবা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের প্রয়োজন নেই। কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই সকল চাকরি প্রার্থীরা আবেদনে অংশগ্রহণ করতে পারবেন।

∆আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in- ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলাকালীন আবেদনকারীকে একটি লগইন পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নাম্বার ও লগইন পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করলে, আবেদনকারীর সামনে একটি আবেদনের পেজ খুলে যাবে। আবেদন পত্রের উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, জাতিগত সংশয় পত্র ইত্যাদি নথিপত্র গুলো আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

∆আবেদন ফি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে নেওয়া হবে ৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- SC, ST, প্রাক্তন সৈনিক, মহিলা, PwBD, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু প্রভৃতি আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে প্রয়োজন ২৫০ টাকা। আবেদনকালীন টাকা লাগলেও পরবর্তীকালে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে, চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য পুনরায় ভারতীয় রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।

রাজ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন – WB Job Recruitment

পুজোয় মূখ্যমন্ত্রীর দারুণ ঘোষণা! রাজ্যবাসী পাবেন লক্ষাধিক টাকা, দেখুন বিস্তারিত -WB Govt Scheme

প্রার্থী বাছাই প্রক্রিয়া:

ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাই ক্ষেত্রে সর্ব প্রথমে কম্পিউটার ভিত্তিক CBT-1 টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে CBT-2 টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারীদের নিয়োগপত্র দেওয়া হবে।

∆আবেদন শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চলবে আগামী ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত। এছাড়াও আবেদন ফি জমা দেওয়ার তারিখ রয়েছে ২৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Website Click Now
Online Application Click Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you