আপনি যদি বেকার কর্মপ্রার্থী কিংবা অবসর সময়ে ঘরে বসে আয় করতে ইচ্ছুক? অথবা বাড়ির মহিলারা অবসর সময়ে অতিরিক্ত আয় করতে চাই তাহলে আপনাদের জন্য চাকরির সমতুল্য আয়ের দারুণ সুযোগ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank)। এবার কোনো অভিজ্ঞতা ছাড়াই বা কোনো বিশেষ যোগ্যতা ছাড়াই, চাকরির সমতুল্য আয় করার আপনার হাতে দারুণ সুযোগ তাও আবার ঘরে বসে। ঘরে বসে চাকরি বলতে পারেন বা ব্যবসার সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক। আসুন তাহলে এই প্রতিবেদনে সবিস্তারে আলোচনা করা যাক। PNB Bank Business Idea
এক্ষেত্রে কী কাজের দায়িত্ব দেওয়া হবে : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank) কর্তৃক এই নিয়োগ চাকরির সমতুল্য তো বটেই কিন্তু ব্যবসার থেকেও কম না। কারন নিজের সময়মতো ঘরে বসে ব্যাংকিং বিভিন্ন কাজ করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই সুযোগ নিতে চাই, তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে। এর উর্ধে যে কোনো বয়সে কাজ করতে সক্ষম হলে সুযোগ পেয়ে যাবেন।
বেতন বা আয় : মাসিক বেতন সুনির্দিষ্ট না, তবে আপনার কাজের উপর ভিত্তি করে নানা অঙ্কের আয় করতে পারবেন। মাসিক 10-25 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব ( তবে আয়ের পরিমাণ সুনিশ্চিত নয়)।
যোগ্যতা মাপকাঠি : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB Bank) সংশ্লিষ্ট সুযোগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী তাদের যোগ্যতা থাকতে হবে সাধারণত মাধ্যমিক পাশ বা তার সমতুল্য।
বাছাই প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষার উল্লেখ নেই। প্রার্থীদের সরাসরি কাজের সুযোগ দেওয়া হবে। সর্ব প্রথমে ইন্টারভিউ এ ডেকে নেওয়া হবে এবং এরপর সংশ্লিষ্ট কাজের সম্পর্কে ধারণা প্রদান করা হবে। এরপর IRDA পরীক্ষা নেওয়া হবে এবং সফল হলে তবে সুযোগ দেওয়া হবে। তারপর ট্রেনিং শেষে বাড়িতে বসে শুধু মোবাইল ফোনের মাধ্যমে কাজ করতে হবে।
কী পদের দায়িত্ব দেওয়া হবে : এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এডভাইজার (Financial Advisor) পদের দায়িত্ব দেওয়া হবে। যেখানে ফাইন্যান্স বা ইনস্যুরেন্স সম্পর্কে উপভোক্তাদের সুবিধা বা বিভিন্ন স্কিম সম্পর্কে বোঝাতে হবে। কাজ শেষে সফল কাজের ভিত্তিতে কমিশন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর ‘Start Your journey as an Advisor today’ অপশন ক্লিক করতে হবে। তারপর ‘Join Now’ অপশনে ক্লিক করে নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে লগইন করে আবেদন শুরু করতে হবে। অবশ্যই সব তথ্য সমূহ নির্ভূল ভাবে পূরণ করতে হবে। এরপর একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
*এক্ষেত্রে অনলাইন পোর্টাল কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী প্রতিবেদন রচনা করা হয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পড়ে নিবেন।
*ডাক ব্যাংকে কর্মী নিয়োগ শুরু করলো, 24 মে পর্যন্ত আবেদন করে ফেলুন -Indian Postal Bank Recruitment*
https://www.pnbmetlife.com/financial-advisor/life-at-pnb-metlife.html
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU