ডাক ব্যাংকে কর্মী নিয়োগ শুরু করলো, 24 মে পর্যন্ত আবেদন করে ফেলুন -Indian Postal Bank Recruitment

ফের ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। Indian Postal Bank Recruitment

indian Postal Bank Recruitment

পদের নাম :  ভারতীয় ডাক বিভাগের পেমেন্ট ব্যাংক কর্তৃক বেশ কয়েকটি বিভাগে পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে।

 

 যোগ্যতা : ভারতীয় ডাক বিভাগের পেমেন্ট ব্যাংকের বর্তমান নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগের নোটিশ অনুযায়ী। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। Indian Postal bank Recruitment

 

বয়সসীমা : ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী হবে, তারা সর্বাধিক 45 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

 

মাসিক বেতন : এক্ষেত্রে তিন বিভাগের ক্ষেত্রে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন দেওয়া হবে যথাক্রমে 10,000, 15000 ও 25,000 টাকা।

 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে আবেদন করতে আগ্রহী কর্মপ্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে। সর্ব প্রথমে IPPB এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর নিদিষ্ট পদ অনুযায়ী জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর আবেদন ফী জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখতে হবে যাতে সঠিক তথ্য পূরণ করা সম্ভব হয়।

 

আবেদন ফী : আবেদন করার সময় প্রার্থীদের আবেদন ফী মূলত এসসি, এসটি ও প্রতিবন্ধীদের জন্য 150 টাকা এবং এর অন্যান্যদের জন্য আবেদন ফী মূলত 750 টাকা জমা করতে হবে।

 

বাছাই প্রক্রিয়া : ডাক সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বাছাই করা হবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী।

 

আবেদন করার তারিখ সমূহ : 24 মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notification Download

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.