KMC-তে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, তড়িঘড়ি বিস্তারিত পড়ুন – WB Job Recruitment

আপনি যদি চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। KMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের অধীনে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী হয়ে থাকে তাহলে আপনার জন্য এই খবরটি। রাজ্যের 23 জেলা থেকে কলকাতা মিউনিসিপালিটি সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানো যাবে। আসুন তাহলে দেরি না করে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।

KMC-তে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, তড়িঘড়ি বিস্তারিত পড়ুন - WB Job Recruitment

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বর্তমান নিয়োগের ক্ষেত্রে আগ্রহী হলে আবেদন জানাতে পারবেন। জানানো হয়, কলকাতা সিটি NUHM সোসাইটি এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এক্ষেত্রে এই নিয়োগ সম্পন্ন পার্ট টাইম ভিত্তিকভাবে। আবেদন পদ্ধতি,নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা ও বয়স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে লক্ষ্য করুন। WB KMC Job Recruitment

 

প্রথমে আসা যাক নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে : সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থীরা যোগ্য হবে তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন পদ্ধতি : KMC-র বর্তমান মেডিকেল অফিসার নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ঠিকই কিন্তু তা নিয়োগ প্রক্রিয়ার আগে নয়। যেহেতু এক্ষেত্রে শুধু ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে তাই ঐদিন বায়োডাটা বা আবেদন পত্র অফলাইন মাধ্যমে নিয়ে সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস এর অরিজিনাল সব ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।

KMC-তে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, তড়িঘড়ি বিস্তারিত পড়ুন - WB Job Recruitment

আবেদন পদ্ধতি : আবেদন করতে চাকরি প্রার্থীদের জন্য কোন রকম আবেদন ফি উল্লেখ করা নেই।

 

পদের নাম : মেডিকেল অফিসার ( ৬৭)

 

বয়সসীমা : যোগ্য চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে সর্বাধিক ৬৭ বছর কিংবা তা নিচে। বয়স করা হবে ০১-০১-২০২৪ অনুযায়ী।

 

যোগ্যতা : চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।  লোকাল ভাষার জ্ঞান থাকতে হবে।

 

মাসিক বেতন : যে সকল প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হিসেবে দেওয়া হবে ২৪ হাজার টাকা।

 

ইন্টারভিউ স্থান : Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

 

ইন্টারভিউ তারিখ : ইন্টারভিউ শুরু হবে ১৪-০৬-২৪ তারিখ সকাল ১১.৩০ থেকে ১২.৩০ সময়ে।

OFFICIAL NOTIFICATION : DOWNLOAD

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.