শ্রম দপ্তরের অধীনে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কলকাতায় চাকরির সুযোগ – Kolkata ESIC Job Recruitment

Kolkata esic job recruitment

বাংলার বেকার যুবক-যুবতী যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অবশেষে তাদের দিন ঘুরতে চলেছে। কারণ দীর্ঘকাল চাকরির বাজারে যে মন্দা বিরাজমান ছিল, বর্তমানে তা আর নেই। ‌ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলোতে পুনরায় কর্মী নিয়োগ করতে শুরু করেছেন। বর্তমানে এমনই একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি জারি করেছে রেসিডেন্সি স্কিমের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল পদে। যেখানে বলা হয়েছে শ্রম দপ্তরের অধীনে কর্মী নিয়োগ করা হবে। ‌ তাই আপনি যদি উক্ত পদে আবেদনে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে বিস্তারিত দেখুন। ‌ প্রতিবেদনের নিচে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো। Kolkata ESIC Job Recruitment 

•পদের নাম:
শ্রম দফতরের অধীনে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত রেসিডেন্সি স্কিমের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে।

•মোট শূন্যপদ:
শ্রম দপ্তরের অধীনে এই কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদ রয়েছে ৫৫ টি।

আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই এর অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নিতে হবে। এরপর অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এছাড়াও আবেদনের জন্য আবেদনকারী কে নিজের সমস্ত যোগ্যতার নথিপত্র সমেত A4 পেজে একটি বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটা সমেত আবেদনকারীকে ইন্টারভিউ দিন সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে, ইন্টারভিউ কেন্দ্র এবং ইন্টারভিউয়ের সময় দেওয়া রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনে অংশগ্রহণকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

• প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সমেত A4 সাইজের পেজে আবেদনকারীর বায়োডাটা।

• সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

• পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।

• প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

•আবেদন মূল্য:
এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীর কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

•শিক্ষাগত যোগ্যতা:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে সকল চাকরিপ্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউশন / হাসপাতাল থেকে মেডিকেল পিজি ডিগ্রি সম্পূর্ণ রয়েছে, তারাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

•প্রয়োজনীয় বয়স:
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর ‌থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- Sc, St, Obc, Ews আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

•মাসিক বেতন:
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১,৪০,১৩৯ টাকা। তাই আপনারা যদি আবেদনের যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন। কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় শুরুতেই বেতন কাঠামো খুব ভালো রয়েছে।

•ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা:
আবেদনপত্র ও বায়োডাটা সমেত আবেদনকারী কে নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউয়ের দিন সময় মতো পৌঁছাতে হবে।
ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata-700104

•ইন্টারভিউর তারিখ:
ESI-PGIMSR & ESIC Medical College আগামী ইংরেজি ৩০/০৯/২০২৪ এবং ০১/১০/২০২৪ তারিখ ইন্টারভিউয়ের দিন হীসেবে ধার্য করেছেন।

Official Notification : Download