আসন্ন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবকে কেন্দ্র করে আপামর বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকেন। তাই পুজোর কয়দিন পরিবার পরিজনের সাথে হইহুল্লোড় করে কাটানো জন্য বাড়ি ফেরেন। শুধু বাঙালি নয় দেশ-বিদেশের বহু দর্শনার্থীরা পুজোর এই কয়দিন ভিড় করে বাংলায়। তবে এই বিপুল সংখ্যক জনতা কন্ট্রোল করতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচুর ভলেন্টিয়ার তথা পুলিশ কর্মীর প্রয়োজন। কিন্তু রাজ্যে এত প্রশাসনের লোক না থাকায়, বর্তমানে রাজ্য সরকার ১৪ হাজার শূন্য পদে হোমগার্ড রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছেন।
তাই আপনি যদি পুজোর এই কয়দিন কিছু টাকা উপার্জন করে নিতে চান তাহলে অবশ্যই হোম গার্ডের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় সকলে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে Home & Hill Affairs Department, Nabanna, 325, Sarat Chatterjee Road, Howrah-711102 পক্ষ থেকে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলি নিম্নে তুলে ধরা হলো। West Bengal Government Job Recruitment
পদের নাম:-
রাজ্য সরকার পুজো চলাকালীন অস্থায়ী যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এখানে শূন্য পদের নাম হল অস্থায়ী হোমগার্ড।
আবেদন যোগ্যতা:-
অস্থায়ী হোমগার্ড পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই সকলে আবেদনযোগ্য। এছাড়াও যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন।
বয়স সীমা:-
অফিসিয়াল নোটিফিকেশনে আবেদনকারীর নির্দিষ্ট কোন বয়সসীমা চাওয়া হয়নি। তবুও আবেদনকারীর বয়স যদি ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকে তাহলে অনায়াসে আবেদন করতে পারবেন।
বেতন:-
এই নিয়োগ প্রক্রিয়াটি যেহেতু চুক্তিভিত্তিক। তাই এখানে দৈনিক ৬২৬ টাকা দেওয়া হবে। পুজোর কয়দিন অর্থাৎ ১০ দিনের জন্য যেহেতু এই নিয়োগ করা হবে। তাই ১০ দিনে সর্বমোট ৬২৬০ টাকা বেতন দেওয়া হবে।
মোট শূন্য পদের সংখ্যা:-
এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ১৪০০০। তবে এই ১৪ হাজার পদের মধ্যে বিভিন্ন থানায় বিভিন্ন শূন্যপদ রয়েছে। নিম্নে একটি তালিকার মাধ্যমে সেই শূন্য পদ সংখ্যা তুলে ধরা হলো।
থানা ভিত্তিক শূন্য পদের সংখ্যা:-
BarasatPD- 400
Bongaon- 200
Basirhat- 300
Baruipur- 400
Diamond Harbour- 350
Sundarban- 300
HowrahRural- 200
Krishnanagar- 400
Ranaghat- 450
Murshidabad- 450
Jangipur- 150
Purba Bardhaman- 500
Birbhum- 500
Hoogly Rural- 700
Purba Medinipur- 250
Jhargram- 100
Paschim Medinipur- 400
Bankura- 400
Puruliya- 400
Malda- 220
Dakshin Dinajpur- 300
Rayganja- 100
Islampur- 300
Jalpaiguri- 400
Alipurduar- 400
Cooch Behar- 500
Howrah PC- 750
BDNPC- 1500
Barrackpore- 700
ADPC- 500
Siliguri- 400
Chandan Nagar- 700
Howrah GRP- 100
Sealdeah GRP- 150
Siliguri GRP- 75
Kharagpur GRP- 150
Total14,000
আবেদন প্রক্রিয়া:-
অফিসিয়াল নোটিফিকেশনে আবেদন পত্র দেওয়া হয়নি। তাই আবেদনকারী কে আবেদনের জন্য তার স্থানীয় থানায় A4 পেজে আবেদনের দরখাস্ত করতে হবে। আবেদন পত্রটির সঙ্গে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি যথা- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রভৃতি যুক্ত করতে হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:-
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দের কোন লিখিত অথবা ইন্টারভিউ পরীক্ষা নেওয়া হবে না। যে সকল আবেদনকারীদের শারীরিক সক্ষমতা রয়েছে তাদের সরাসরি নিয়োগ পত্র দেওয়া হবে।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU