চাকরিপ্রার্থীদের জন্য, আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে টাটা মেমোরিয়াল সেন্টার। এখানে মূলত মেডিকেল অফিসার, সায়েন্টিস্ট, মহিলা নার্স, টেকনিশিয়ান ও সিকিউরিটি অফিসার সহ আরো বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। বন্ধুরা, টাটা মেমোরিয়াল দেশের অন্যতম সেরা সংস্থা। এই সংস্থা পরিচালনার জন্য প্রচুর কর্মী কাজ করে থাকে। এছাড়াও প্রতিবছর নতুন নতুন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বর্তমানে এমনই একটি নিয়োগ প্রক্রিয়া চলছে, যার বিজ্ঞপ্তি সমন্ধিত তথ্য গুলি নিম্নে তুলে ধরা হলো। আপনি একজন চাকরিপ্রার্থী হলে এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করলে নিম্নের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
• শূন্য পদের নাম :-
টাটা মেমোরিয়াল তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যে শূন্য পদ গুলিতে নিয়োগ করা হবে তা হল- মেডিকেল অফিসার, স্টেনোগ্রাফার, সায়েন্টিস্ট, টেকনিশিয়ান (ICU/ OT), মহিলা নার্স ও সিকিউরিটি অফিসার পদ।
• মোট শূন্যপদ :-
টাটা মেমোরিয়াল মেডিকেল অফিসার স্টেনোগ্রাফার, সাইন্টিস্ট, টেকনিশিয়ান সহ সিকিউরিটি অফিসার ও মহিলা নার্স প্রভৃতি মিলিয়ে সর্বমোট ২১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
• মাসিক বেতন :-
উপরে উল্লেখিত একাধিক পদের ক্ষেত্রে একাধিক বেতন রয়েছে। তবে সর্বনিম্ন ১৯,০০০ থেকে সর্বোচ্চ ১,৩১,১০০ টাকা মধ্যে বেতন নির্ধারিত রয়েছে। বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
• বয়স সীমা :-
একজন প্রাপ্তবয়স্ক নাগরিক যার উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তিনি আবেদন পক্ষে অংশগ্রহণ করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর রাখা হয়েছে।
• শিক্ষাগত যোগ্যতা :-
টাটা মেমোরিয়াল যে নিয়োগ প্রক্রিয়ার শুরু করতে চলেছে, এখানে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের একাধিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু শূন্য পদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা চাওয়া হয়েছে। আবার কিছু পদের ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যেমন- এমডি, ডিএনবি, এমএসসি, বিএসসি, মেডিকেল সায়েন্স ডিপ্লোমা, স্নাতক পাশ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
• আবেদন পদ্ধতি :-
সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারী কে নিম্নলিখিত পদক্ষেপ গুলি বহন করতে হবে-
১. সর্বপ্রথমে আবেদনকারী কে এর অফিসিয়াল ওয়েবসাইট tmckolkata.com ভিজিট করতে হবে।
২. অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর, apply now ক্লিক করলে আবেদন পত্রটি খুলে যাবে। এবার আবেদনপত্রে উল্লেখিত তথ্য গুলি পূরণের মাধ্যমে আপনাদের আবেদন প্রকৃতি সম্পন্ন হবে।
৩. আবেদন প্রক্রিয়া চলাকালীন লক্ষ্য রাখতে হবে, প্রদত্ত তথ্য গুলি যাতে ভুল না হয়। নয়তো পরবর্তীকালে আবেদনকারী সমস্যায় পড়তে পারেন।
৪. আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ হলে সব শেষে প্রয়োজনে ডকুমেন্টগুলো আপলোড করে, সাবমিট করলেই আপনার আবেদন প্রকৃতির সম্পূর্ণ হবে।
• আবেদনের সময়সীমা :-
এই আবেদন প্রক্রিয়া গত ৩০ আগস্ট ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে।
• প্রার্থী বাছাই প্রক্রিয়া :-
আবেদনকারী চাকরিপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্ব প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ মাধ্যমে চূড়ান্ত নিয়োগপত্র দেয়া হবে।
এছাড়াও এই চাকরির সংক্রান্ত আপনার মনে কোন জিজ্ঞাসা থেকে থাকলে, অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। অফিসিয়াল নোটিফিকেশনের লিংক নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU