অবশেষে রাজ্য জুড়ে হাইস্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলায় চাকরি ও সুযোগ – WBPSC School Teachers Recruitment

WBPSC School Teachers Recruitment : পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার কারণে প্রায় আট বছর নাগাদ শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। যার প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে B.ed চাকরি প্রার্থীদের উপর পড়েছে। রাজ্যের কয়েক লক্ষ হবু শিক্ষক তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়নি। দীর্ঘ কয়েক বছর বেকার যন্ত্রণায় দিন কাটাতে হয়েছে। সেই সব চাকরি প্রার্থীদের নতুন বছরের শুরুতেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে। কারণ বহু বছর পর রাজ্যে পুনরায় শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গতকাল ৩১ শে ডিসেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই শিক্ষকতাকে যারা স্বপ্ন হিসেবে বেছে নিয়েছেন তাদের সেই আশা অবশেষে পূর্ণ পেতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ায় মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতে একাধিক বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- কোন কোন বিষয়ে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে? কারা কারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? কিভাবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।

WBPSC School Teachers Recruitment

wbpsc school teachers recruitment

বিষয় ভিত্তিক শূন্য পদের নাম: –

রাজ্যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতে একাধিক বিষয়ে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে। যে সকল বিষয় গুলিতে সহকারী মাস্টার্স নিয়োগ করা হবে সেই বিষয়গুলি হলো- (i) বাংলা, (ii) ইংরেজি, (iii) পদার্থবিদ্যা, (iv) রসায়ন, (v) গণিত, (vi) জীবন বিজ্ঞান, (vii) রাষ্ট্রবিজ্ঞান, (viii) দর্শন, (kx) ) পরিসংখ্যান, (x) অর্থনীতি, (xi) ইতিহাস, (xii) ভূগোল, (xiii) শিক্ষা, (xiv) সংস্কৃত, (xv) কোমা, (xvi) Coms & (xvii) কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A) প্রভৃতি বিষয়।

আবেদন যোগ্যতা: –

শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হবে।

  •  আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • উপরে উল্লেখিত যেকোনো একটি বিষয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নাম্বার নিয়ে গ্যাজুয়েশন অথবা মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
  • গ্রাজুয়েশন অথবা মাস্টার্স ডিগ্রির পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই B.ed (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে।

আবেদন পদ্ধতি: –

পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা পূর্বেই নিজ নিজ বিষয়ভিত্তিক প্রস্তুতি শুরু করুন।

জেলার বিভিন্ন ব্লকে BLRO অফিসে কর্মী নিয়োগ শুরু, এখনই আবেদন করে ফেলুন – Data Entry Operator Recruitment

নিয়োগ প্রক্রিয়া: –

শিক্ষক নিয়োগে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছায়ের ক্ষেত্রে সর্বপ্রথম ১০০ নম্বরের MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষাযর সিলেবাস স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের অনুরূপ। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে।

Official Notification : Download 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now