WB OCDS Supervisor Recruitment : দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ১৭০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। তাই দীর্ঘদিন যাবত যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুপারভাইজার পদে আবেদন করবেন বলে ভেবেছেন তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যে আইসিডিএস পদের সুপারভাইজার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিল। তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছিলেন না রাজ্য সরকার।
অবশেষে সাম্প্রতিক কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ সম্প্রতি এক রায়ে রাজ্যে ৫০-৫০ অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী কর্মী নিয়োগ সম্পন্ন করতে হলে রাজ্যে প্রায় ১৭০০ শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আদালতের রায় আসার ফলে অনেকের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।
WB ICDS Supervisor Recruitment নিয়োগ :
পশ্চিমবঙ্গে ১৯৯৮ সালে শেষবারের মতো আইসিডিএস সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হয়েছিল। এর পর দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর অবশেষে ২১ বছর পর ২০১৯ সালে রাজ্য সরকারের তরফ থেকে ৩৪৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের ২০১৫ সালের নির্দেশিকা মানা হয়নি। কেন্দ্রীয় সরকারের ২০১৫ সালের নির্দেশ অনুযায়ী মোট শূন্যপদের ৫০% পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের (anganwadi worker) পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা রয়েছে। তা সত্ত্বেও বর্তমান রাজ্য সরকার এই নিয়ম অমান্য করেছে একাধিকবার।
২০১৯ সালে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পদোন্নতির মাধ্যমে মোট শূন্য পদের সংখ্যা ছিল মাত্র ৪২২টি। বাকি বরাদ্দ রাখা হয়েছিল প্রায় ৩০৩৬টি শূন্য পদ। এই শূন্য পদ গুলিতে সরাসরি নিয়োগের পরিকল্পনা করেছিলেন রাজ্য সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আদালতের দ্বারস্থ হন। অবশেষে আদালতের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের জয় সুনিশ্চিত হল।
WB ICDS Supervisor Recruitment নিয়োগে আদালতের নির্দেশ:
রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে ৩৪৫৮টি শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। তাই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আইসিডিএস কর্মীরা কলকাতা হাই কোর্টে মামলা করেন। এই মামলা উপর ভিত্তি করে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় ৫০% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। কিন্তু রাজ্য সরকার এই রায় উপেক্ষা করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যায়।
আরও পড়ুন : ফের রেলে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – Railway Job Recruitment
পরবর্তীতে, ২০২৪ সালে মামলাটি বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে ওঠেন। মামলা কারীদের আইনজীবীরা এই সময় রাজ্য সরকারের একাধিক অনিয়ম তুলে ধরেন, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ৫০% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক। সেখানে রাজ্য সরকার এই নিয়ম মানেনি। বিচারপতি মান্থা তাঁর রায়ে জানান, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের আগের নির্দেশ বহাল রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি। রাজ্য সরকারকে ৩৪৫৮ শূন্যপদের মধ্যে ১৭২৯টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই পূরণ করতে হবে।
কোটের এই যুগান্তকারী রায় আসার ফলে অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মীরা সুবিচার পেলেন। তাই আগামীতে খুব শীঘ্রই দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে নিলে খুব দ্রুত প্রায় ১৭০০ অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হবে। এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |