চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, কৃষি দপ্তরের তরফে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় সকলে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের
উপ কৃষি অধিকর্তা দপ্তর। এই নিয়োগ প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট নাম্বারটি হল 1895। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন শূন্য পদের নাম, আবেদন যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এবং আবেদন কবে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। WB Krishi Department Job Recruitment
•এমপ্লয়মেন্ট নং :-
রাজ্য সহ কৃষি অধিকর্তা দপ্তরের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির এমপ্লয়মেন্ট নং হল 1895।
•শূন্য পদের নাম:-
কৃষি দপ্তর তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল Field Level Assistant পদ।
•আবেদন যোগ্যতা:-
Field Level Assistant পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় সকল প্রাপ্ত বয়স্ক নাগরিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে মাধ্যমিক পাস এর পাশাপাশি কম্পিউটার অপারেটিং বিষয়ে ধারণা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারী সংশ্লিষ্ট কাজে ২ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিরা অগ্রাধিকার পাবে।
•বয়স সীমা:-
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ বয়স ৪০ বছর মধ্যে হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
•মাসিক বেতন:-
সহ কৃষি অধিকর্তা দপ্তরের Field Level Assistant পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১০ হাজার টাকা। প্রাথমিক অবস্থায় ১০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীকালে এ বেতনের পরিমাণ বাড়বে।
•আবেদন পদ্ধতি:-
আগ্রহী চাকরিপ্রার্থীরা, এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইলে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথমে আবেদনকারী কে এর অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে, ইন্টারভিউ দিন আবেদনপত্র সমেত নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে। যেহেতু ইন্টারভিউ এর দিন আবেদনপত্র গ্রহণ করা হবে, সেই কারণে পূর্বে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই।
•প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবশ্যিক নথিপত্র গুলি হল- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়স প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড, কম্পিউটার কোর্স সংক্রান্ত সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট (বাধ্যতামূলক নয়, যদি থাকে), সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
•ইন্টারভিউর ঠিকানা:-
আবেদনপত্র সমেত ইন্টারভিউ এর দিন যে ঠিকানায় পৌঁছাবেন তা হল-
Office of the Deputy Director of Agriculture-e (Admn.), Uttar Dinajpur, Ground Floor of N-1, RHE Building, Karnajora – 733130
•গুরুত্বপূর্ণ তারিখ:-
নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ এর জন্য আগামী ৩ অক্টোবর, ২০২৪ তারিখে সকাল ১০ টা ৩০ মিনিট ডাকা হয়েছে। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা নির্দিষ্ট দিনে আবেদনপত্র সমেত পৌঁছে যান। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
Official Notification : Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU