দীর্ঘদিন যাবত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। রাজ্য পুনরায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার চলবে আগামী ৪ ঠা অক্টোবর ২০২৪ পর্যন্ত। আজকের প্রতিবেদনে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
বন্ধুরা মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার এক এক সময় এক এক প্রকল্পের সূচনা করেছে। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প রূপশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হয়েছে। তবে সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্প পরিচালনার ক্ষেত্রে একাধিক কর্মীর প্রয়োজন। সে কারণে বছরে দু থেকে একবার রূপশ্রী প্রকল্পের কর্মী নিয়োগ করা হয়। বর্তমানে এমনই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WB Govt Job Recruitment
∆ এমপ্লয়মেন্ট নং:
রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির এমপ্লয়মেন্ট নং হল- 48DPMU(RP)
∆ পদের নাম:
রাজ্য সরকারের মহিলা ভিত্তিক জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো রুপশ্রী প্রকল্প। এই প্রকল্প সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে প্রচুর কর্মী প্রয়োজন। বর্তমানে রাজ্য সরকার তার নব বিজ্ঞপ্তিতে বলেছেন Accountant পদে রূপশ্রী প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।
∆ শিক্ষাগত যোগ্যতা:
একাউন্টেন্ট পদে রূপশ্রী প্রকল্প যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনে আগ্রহী প্রার্থীকে কমার্স বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যার কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যার কাজের দক্ষতার প্রয়োজন।
∆ বেতন:
একাউন্টেন্ট পদে নিয়োগের পর চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা করে দেওয়া হয়। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে পারবে।
∆ বয়স:
রূপশ্রী প্রকল্পে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
∆ আবেদন পদ্ধতি:
এই আবেদন প্রক্রিয়া অফলাইনে মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা নিম্নে দেয়া রয়েছে।
∆ প্রয়োজনীয় নথিপত্র:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবশ্যিক নথিপত্র গুলি হল-
বয়স প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতা নথিপত্র, পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
রাজ্যে ভূমি সংস্করণ দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেলায় চাকরির পোস্টিং -Data Entry Operator
∆ আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-
In the Drop Box at DPMU, Rupashree Section, 2nd Floor District Magistrate Office, Jalpaiguri অথবা Drop Box at the Offices of Sub- Divisional Officer Mal and Dhupguri
∆ প্রার্থীদের বাছাই প্রক্রিয়া:
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে।
এছাড়াও এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU