ভূমি সংস্করণ দপ্তরে জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Govt Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের জেলার ভূমি সংস্করণ দপ্তরের অধীনে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,  নিয়োগকারী জেলার বাসিন্দা হলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে অবশ্যই প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থী গন আবেদন জানাতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।  WB Govt Job Recruitment

wb govt job recruitment

Employment No : 50 dated 7/6/2024

 

নিয়োগের বিভাগ : পশ্চিমবঙ্গে জেলা ভূমি ও ভূমি সংস্করণ কার্যালয়ে নিয়োগ করা হয়।

 

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে ( Data Entry Operator Recruitment)

 

শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েট পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

বয়স সীমা : আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 45 বছরের মধ্যে।

 

মাসিক বেতন :  মাসিক বেতন হিসেবে 11 হাজার টাকা দেওয়া।

 

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য হবে এবং সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মোট তিনটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমত লিখিত পরীক্ষা এবং এরপর ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে। মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা 70 নম্বর, 20 নম্বর প্রাকটিক্যাল টেস্ট ও 10 নম্বর ইন্টারভিউ।

 

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইযনের মাধ্যমে আবেদন করতে হবে –

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে হবে

3. এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে জরুরী সমস্ত তথ্য পূরণ করতে হবে

4. আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড করতে হবে

5. সবশেষে ভালো করে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

অনলাইন আবেদন করার শেষ তারিখ : অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন জুন মাসের 24 তারিখ পর্যন্ত।

 

আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে কেবল সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন।

 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অনলাইন আবেদন : ক্লিক করুন 

 

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.