রাজ্য সরকারের প্রচুর গ্রুপ ডি ও সি পদে কর্মী নিয়োগের আবেদন শুরু, অষ্টম পাশে সুযোগ -WB Govt Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের রাজ্য সরকারের অধীনে এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হওয়া গেল। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন জানানো যাবে তবে নিয়োগ করা হবে কেবল এক জেলায়। তবে যাই হোক না কেনো, রাজ্য সরকারের অধীনে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনি অষ্টম, মাধ্যমিক কিংবা উচ্চ যোগ্যতা থাকলেও সুযোগ পেয়ে যাবেন। তবে আর দেরি না করে আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Job Recruitment

wb govt job recruitment

কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল –

 

1. গ্রুপ ডি ( পিয়ন, নাইট গার্ড, ফারাস)

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অবশ্যই অষ্টম পাশ করতে হবে।

 

আবেদন ফী : এই পদ গুলিতে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 200 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 150 টাকা অনলাইন ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারবেন।

 

মাসিক বেতন : 17,000-43,600 টাকা।

 

2. প্রসেস সার্ভার 

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অবশ্যই অষ্টম পাশ করতে হবে এবং কম্পিউটার নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে ।

 

আবেদন ফী : এই পদ গুলিতে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 200 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 150 টাকা অনলাইন ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারবেন।

 

মাসিক বেতন : 21,000-54,000/- টাকা।

 

3.লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বেলিফ 

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ ও টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে ।

 

আবেদন ফী : এই পদ গুলিতে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 300 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 200 টাকা অনলাইন ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারবেন।

 

মাসিক বেতন :22,700-58,500/- টাকা।

 

4. আপার ডিভিশন ক্লার্ক 

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অবশ্যই যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ বা সার্টফিকেট সহ এমএস এর যাবতীয় কাজ জানতে হবে এবং টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে।

 

আবেদন ফী : এই পদ গুলিতে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 500 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 300 টাকা অনলাইন ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারবেন।

 

মাসিক বেতন : 28,900-74,500/- টাকা।

 

শূন্যপদ সংখ্যা ও ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

বয়সসীমা : উপরোক্ত সবকটি পদের জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের বয়স কমপক্ষে 18 বছর এবং সর্বাধিক 40 বছর থাকতে হবে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

 

নিয়োগ প্রক্রিয়া : যদিও এক্ষেত্রে একেক পদের জন্য আলাদা আলাদা সিলেবাস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সকলের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কম্পিউটার টেস্ট যে পদের জন্য প্রযোজ্য সেক্ষেত্রে নেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা আগ্রহী তারা এইক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরজন্য আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে হবে এবং এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে জরুরি তথ্য পূরণ করতে হবে৷ আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস সমূহের আপলোড সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর আবেদন ফী অনলাইনে জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

 

আমরা আজকের প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি। আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অনলাইন আবেদন : ক্লিক করুন