রাজ্যে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থ দপ্তরে একাধিক চাকরির ঘোষণা, ২৩ জেলা থেকে দারুণ সুযোগ : WB Government Job Recruitment

wb government job recruitment

WB Government Job Recruitment :জরুরী মন্ত্রী সভার বৈঠকে কর্মবন্ধু সহ একাধিক পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে এক মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সেদিন নবান্নের চারটি দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থ দপ্তর একাধিক পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

WB Government Job Recruitment

বর্তমানে রাজ্য জুড়ে দানা সাইক্লোনের তাণ্ডব চলছে। সরকারি দপ্তরে যথেষ্ট কর্মীর অভাবে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে রাজ্য। তাই তড়িঘড়ি করে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিছুদিন আগে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী কিছুদিনের মধ্যে ১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে।

ঘোষণার পর থেকে তড়িঘড়ি করে কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। তার মাঝে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের অনেকটাই  আশার আলো জুগিয়েছে। যেহেতু দীর্ঘকালীন করোনা মহামারীর কারণে রাজ্যে একাধিক নিয়োগ প্রক্রিয়ায় বন্ধ ছিল। বর্তমানে সেই মহামারীর প্রকোপ কাটিয়ে নতুন নতুন নিয়োগে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার।

 

• মন্ত্রিসভার জরুরী বৈঠক: 

সাইক্লোন দানার পরিস্থিতি খতিয়ে দেখবার জন্য গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জরুরি মন্ত্রীসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেদিন মুখ্যমন্ত্রী একাধিক দপ্তর খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থ দপ্তর‌ জরুরী ভিত্তিতে কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। তাই যত দ্রুত সম্ভব চারটি দপ্তরে কর্মী নিয়োগ করতে হবে।

সূত্র মারফত খবর স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থ দপ্তরে সব মিলিয়ে মোট ১০০ জন কর্মী নিয়োগ করা হবে। অন্যদিকে কর্ম বন্ধু পদে মোট ৫৭ জন কর্মী নিয়োগ করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে ঠিক করা হয় রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের থেকে ১৫০০ কোটি টাকার ঋণ নিতে চলেছে রাজ্য, এই টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন কৃষি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও সেদিনের বৈঠকে দুর্গাপুর পাওয়ার লিমিটেড অধীনে একটি ৬৬০ মেগাওয়াট এর সুপারক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণের সবুজ সংকেত মিলেছে।

 

• সারের কালো বাজারির বিরুদ্ধে পদক্ষেপ:

বেশ কিছুদিন ধরে রাজ্য সরকারি দপ্তরে সারের কালোবাজারি নিয়ে বেশ অভিযোগ জমা পড়েছে। যার ফলে কৃষকদের উচ্চমূল্যে সার ক্রয় করতে হচ্ছে। জেলায় জেলায় সারের এই কালোবাজারি রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন কৃষি দপ্তরকে। তিনি বলেন দ্রুত তদন্তের প্রক্রিয়া চালিয়ে কালোবাজারি বন্ধ করতে হবে। ‌যেহেতু কিছুদিনের মধ্যেই রবি মরশুমের চাষ শুরু হবে। গ্রাম বাংলার কৃষকেরা রবি মৌসুমের সময় প্রচুর সারের ব্যবহার করে থাকেন।

এই সময় একাধিক চোরা কালো বাজারিরা সার চড়া দাম বিক্রি করেন। যার খেসারত দিতে হয় সাধারণ গরিব চাষীদের। বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ জমা পড়েছে, অবশেষে তিনি এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করলেন। পশ্চিমবঙ্গ হলো কৃষি প্রধান রাজ্য, এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে কৃষি কাজে বেশ কালোবাজারি জন্য বর্তমানে কৃষকদের দুরবস্থা। যার মধ্যে অন্যতম হলো সারের কালোবাজারি। যার বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

আঁধার কার্ড নিয়ে বিরাট আপডেট, ঘরে আসবে সরকারি অফিসার, করতে হবে এই কাজ : Aadhaar Card Big Update

  যেহেতু দীর্ঘদিন রাজ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল তাই বর্তমানে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী সংকট দেখা দিয়েছে। দ্রুত নিয়োগ না করতে পারলে রাজ্য সরকার বড় সমস্যার সম্মুখীন হবে। তাই বর্তমানে তড়িঘড়ি করে উল্লেখিত চারটি দপ্তরে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‌এছাড়াও অন্যান্য দপ্তর গুলিতেও খুব শীঘ্রই বড় ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি আসবে বলে আশা করা হচ্ছে।

এই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া প্রদান করা হয়ে থাকে। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন? তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের Telegram Channel ও WhatsApp Channel হয়েন করে সাথে জুড়ে থাকবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment