Aadhaar card big update :নতুন আধার কার্ড হোক অথবা নাম সংশোধন, এবার আধার সেন্টারের চক্কর কাটানোর দিন শেষ। নতুন এই প্রকল্পের মাধ্যমে আধার সেন্টারের লোক আপনার বাড়ি এসে পরিষেবা দিয়ে যাবেন। ভারতবর্ষের প্রতিটি নাগরিকের আধার কার্ড বাধ্যতামূলক। যেকোনো সরকারি অথবা বেসরকারি কাজে আধার কার্ড অপরিহার্য। বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ব্যাংক একাউন্ট সংযুক্ত করা হয়েছে।
Aadhaar Card Big Update
তাই প্রতিটি কাজে আধার কার্ড প্রয়োজনীয়। চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রাথমিক শর্ত আধার কার্ড। তবে আধার কার্ডের সুবিধা পেতে বর্তমানে অনেক জনগণকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় আধার সেন্টার তুলনায় গ্রাহকের সংখ্যা অধিক হওয়ায় লম্বা লাইনে থেকেও কাজ হয় না।
এছাড়াও আধার সেন্টার গুলি শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামের প্রান্তিক মানুষগুলি বেশ হয়রানি শিকার হতে হয়। নতুন আধার কার্ড বানানো থেকে নাম সংশোধন করতে গেলে একাধিকবার আধার সেন্টার গুলির চক্কর কাঁটতে হয়। যার ফলে সাধারণ মানুষের অন্যান্য কাজ ব্যাহত হয়।
এই সকল সমস্যা দূর করতে বর্তমানে আধার কার্ড সম্পর্কিত নতুন একটি পরিষেবা চালু করেছে UIDAI। এই পরিষেবা রাজ্যের নাগরিকদের জন্য উপলব্ধ রয়েছে। এই পরিষেবার মাধ্যমে আপনারা ঘরে বসেই আধার পরিষেবা পাবেন। পূর্বে আধার পরিষেবার জন্য আধার কেন্দ্রগুলোতে গিয়ে যে হয়রানির শিকার হতে হয়েছে তা থেকে চির মুক্তি পেতে চলেছেন।
∆ সার্ভিস পাবেন কিভাবে?
বাড়িতে বসে আধার কার্ডের সুবিধা পেতে চাইলে সর্ব প্রথমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া আপনারা UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি করতে পারবেন। আমাদের প্রতিবেদনের নিচে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
∆ হোম সার্ভিসের খরচ:
আধার কার্ডের হোম সার্ভিস সুবিধা পেতে আবেদনকারী ৭০০ টাকা মত খরচ করতে হবে। তবে এক পরিবারের যদি একাধিক সদস্য থাকে, সেই ক্ষেত্রে প্রথমবার ৭০০ টাকা লাগলেও পরবর্তী সদস্যদের ক্ষেত্রে ৩৫০ টাকা করে লাগবে। আধার কার্ডের এই খরচের পরিমাণ অনেক ক্ষেত্রে কমতে পারে, টাকার পরিমান আপনার এলাকার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনার এলাকা যদি আধার সেন্টার থেকে বহুদূরে হয়ে থাকে তাহলে নির্ধারিত ৭০০ টাকায় লাগবে। এছাড়াও আপনার বাড়ির ঠিকানা আধার সেন্টারের কাছাকাছি হলে এই টাকার পরিমাণ কমতে পারে। আধার সেন্টারের হোম সার্ভিস নেওয়ার জন্য আপনাকে পূর্বে টাকা দিতে হবে না। আপনার সার্ভিসটি সম্পূর্ণ হলে আপনি টাকা প্রদান করতে পারবেন।
WB Government New Scheme :লক্ষীর ভান্ডার নয়,এই প্রকল্পে সরকার দিচ্ছে ৮,০০০ টাকা, বিস্তারিত জেনেনিন
∆ হোম সার্ভিস কাদের দেওয়া হয়?
UIDAI তরফে চালু হওয়া এই সার্ভিস মূলত শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক নাগরিকদের জন্য চালু করা হয়েছে। যারা বয়স জনিত কারণ অথবা শারীরিক অক্ষমতার কারণে আধার সেন্টারে গিয়ে আধার কার্ড এর পরিষেবা গ্রহণ করতে পারবেন না তাদের জন্য আধার কার্ডের হোম সার্ভিস এর বিশেষ সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে আধার সেন্টার থেকে কর্মীরা আপনার বাড়ি গিয়ে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করবেন।
Railway RRB Group D Recruitment : রেলে ১ লক্ষ গ্রুপ ডি চাকরি, দেখুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা
UIDAI এই নতুন উদ্যোগে বিশেষত প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য চালু হয়েছে। আধার কার্ড তৈরি ও সংশোধনের ক্ষেত্রে এই পরিষেবা বেশ জনপ্রিয়। পরিষেবার সংক্রান্ত বিস্তারিত আরো তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
jobreqruitment.com অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সোর্স থেকে খবর আপলোড করে থাকি। চাকরির খবরের পাশাপাশি, বিভিন্ন ধরনের প্রকল্পের খবর সহ ব্যবসা ও দৈনন্দিন বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আমাদের Telegram চ্যানেল ও Whatsapp গ্রুপে বিভিন্ন ধরনের খবর সবার আগে শেয়ার করা হয়। তাই আপডেট থাকতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |