TATA Steel Job Recruitment : এবার ফের টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য তথা দেশের নাগরিক হলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদনের যোগ্য হবেন। যে সমস্ত কর্মপ্রার্থীরা টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হবে। TATA Steel Job Recruitment
কীভাবে আবেদন জানাতে হবে : যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন, তাদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
1.প্রথমে টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের অনলাইন আবেদন লিংকে ক্লিক করতে হবে। ( নিচে তার লিঙ্ক দেওয়া হবে)
2. এরপর আবেদন প্রক্রিয়া আরম্ভ করতে হবে
3. আবেদন ফরমটি আপনার সামনে খুলে যাওয়ার পর নির্দেশ মতো জরুরী তথ্য পূরণ করে সেই আবেদন পত্রটি নির্ভুলভাবে পূর্ণ করতে হবে
4. আবেদন চলাকালীন প্রার্থীদের অবশ্যই তাদের জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি সহ সিগনেচার একটি সাদা কাগজে করে রাখতে হবে।
5. সবশেষে ফাইনাল সাবমিট করার আগে আবেদনপত্রটি ভালোভাবে পড়ে নিতে হবে।
6. এরপর ওই আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে রাখতে পারবেন।
জরুরি ডকুমেন্টস সমূহ : নির্ভূল ভাবে আবেদন করতে আবেদন চলাকালীন জরুরি সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে –
1. বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3. কাস্ট সার্রিফিকেট (যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. সাদা কাগজে সিগনেচার
6. আধার বা ভোটার কার্ড
7. টেকনিক্যাল যোগ্যতা
8. অন্যান্য প্রয়োজনীয়
নিয়োগ প্রক্রিয়া : টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা ও পরে মেডিক্যাল টেস্ট সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পদের নাম : এক্ষেত্রে জে ই পদে নিয়োগ করা হবে
মাসিক বেতন : টাটা স্টীল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 17,500 টাকা করে। এছাড়াও গ্রেড TSK নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চাই তাদের জন্ম তারিখ থাকতে হবে 1 মে 1984 সালের পরে এবং 1 মে 2006 সালের আগে। এই মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করলে ওই প্রার্থী আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংরক্ষিতদের জন্য ছাড় দেওয়া হবে।
যোগ্যতা : এক্ষেত্রে পদের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। তাই যোগ্যতা সম্পর্কে সববিস্তারে জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিবেন।
- অবশেষে বিদ্যুৎ দপ্তরের প্রচুর কর্মী নিয়োগের নোটিশ প্রকাশ, এক্ষুনি আবেদন করুন – Central Govt NHPC Job Recruitment
- ঘরে বসে কাজ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মাধ্যমিক পাশে মোটা আয়ের সুযোগ -PNB Bank Business Idea
আজকের প্রতিবেদনের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এছাড়াও আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিবেন –
TATA Steel Job Recruitment Official Notice Download
TATA Steel Online Application Link