চাকরি নয়, মাসে আয় 60-70 হাজার, SBI ব্যাংকের সঙ্গে শুরু করুন ব্যবসা – SBI Bank ATM Franchise Business

SBI Bank ATM Franchise Business : সরকারি চাকরির পেছনে না দৌড়ে ঘরে বসে মাসিক ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা উপার্জন করুন। এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে টাকা রোজগারের পূর্বে আপনাকে এককালীন টাকা বিনিয়োগ করতে হবে। আর এই টাকা থেকেই ঘরে বসে মাসে মাসে আয় হতে পারে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা।

 

চাকরি ছাড়া ব্যবসা করতে গেলেও প্রচুর ঝুঁকি রয়েছে। এছাড়াও ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে প্রচুর মূলধন প্রয়োজন। মার্কেটে টিকে থাকতে হলে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়। সকল দিক ঠিক থাকলে আপনি ব্যবসায় সাফল্য আনতে পারবেন। নয়তো ব্যবসায় লোকসান। তাই আজকের প্রতিবেদনে বিনা ঝুঁকিতে টাকা রোজগারের একটি দুর্দান্ত পদ্ধতি আলোচনা করেছি। যেহেতু বর্তমানে SBI ATM ফ্র্যাঞ্চাইজি খোলার আবেদন জমা পড়ছে। তাই আপনার কাছে রাস্তার পাশে SBI ATM খোলার মত কিছু জায়গা থাকলে আপনি আবেদন করতে পারবেন।

SBI Bank ATM Franchise Business 

Sbi bank atm franchise business

আবেদনের পর ব্যাংকের লোকেরা এসেই আপনার ATM সেটাপ করে দিয়ে যাবে। এটিএম প্রতিস্থাপন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের জন্য আপনার কাছে থেকে এককালীন কয়েক লক্ষ টাকা নেওয়া হবে। একবার এটিএম স্থাপন করা হলেই বছর বছর আপনি ন্যূনতম ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। আপনার এটিএম লেনদেন বৃদ্ধি পেলে এই উপার্জনের হার আরো বাড়বে। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে SBI ATM ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আবেদন পদ্ধতি, এটিএম থেকে কেমন লাভবান হতে পারবেন প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

•SBI ATM ফ্র্যাঞ্চাইজি আবেদন যোগ্যতা:-

ATM ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য আপনার কাছে ৫০ থেকে ৮০ স্কোয়্যার ফুট জায়গা থাকতে হবে। শুধু জায়গা থাকলেই হবে না, সেই জায়গায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে। এর পাশাপাশি জায়গাটিতে কংক্রিটের দেয়াল গাঁথা ছাদ হতে হবে। এটিএম এর জায়গাটি রাস্তার পাশে হলে ভালো হয়। যেখান থেকে যাতায়াত করার লোকজন সহজেই ATM দেখতে পায়।

SBI Bank ATM FranchiseDetails
InvestmentApprox 5 lakhs
IncomeApprox 60-70 Thousands Monthly
Income BasicCommission

•SBI ATM ফ্র্যাঞ্চাইজির প্রয়োজনীয় নথিপত্র:-

  1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ATM ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য, আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-
    আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে।
  2. আবেদনকারীর রেশন কার্ড, ইলেকট্রিক বিল প্রমাণ পত্র।
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুক, যার মাধ্যমে আবেদনকারী টাকার লেনদেন সম্পূর্ণ করতে পারবেন।
  4. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ইমেল আইডি এবং একটি বৈধ ফোন নম্বর।
  5. আবেদনকারীর বৈধ জিএসটি নম্বর।

 

 আরও পড়ুন : রেলে ফ্রীতে চাকরির প্রশিক্ষণ, মাসে মাসে পাবেন স্টাইপেন্ড, মাধ্যমিক পাশে সুযোগ নিন – Railway Recruitment

•SBI ATM ফ্র্যাঞ্চাইজি নিতে মোট খরচ:-

SBI ATM ফ্র্যাঞ্চাইজি খুলতে হলে সর্বপ্রথমে আপনাকে ২ লক্ষ টাকা ATM নিরাপত্তার জন্য জমা রাখতে হবে। এর পাশাপাশি ৩ লক্ষ টাকা ব্যাংক কর্তৃপক্ষকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দিতে হবে। সব মিলিয়ে আবেদনকারীকে মোট দিতে হবে ৫ লক্ষ টাকা। আপনার এটিএম প্রতিস্থাপন হওয়ার পর, প্রত্যেক বার লেনদেনের জন্য আপনি ৮ টাকা করে পাবেন। আর আপনার এটিএম এ টাকা তোলা ছাড়া অন্য কোনও ট্রানজাকশন হলে পাবেন ২ টাকা। তাই ধরে নেওয়া যাক আপনার SBI ATM সারাদিন ন্যূনতম ২০০ থেকে ২৫০ জন লেনদেন করলে আপনারা মাসিক হিসেবে গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.