মাত্র 10 হাজারে আয় হবে লক্ষ লক্ষ টাকা, এই বিরল ব্যবসা টি শুরু করুন এখনই – Business Idea

Business Idea : বর্তমানে সরকারি চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই সকলে ব্যবসা দিকে ঝুঁকছে। তবে কম্পিটিশনের বাজারে ব্যবসায় টিকে থাকা খুবই মুশকিল। এছাড়াও ব্যবসা করতে প্রচুর মূলধনের প্রয়োজন। টাকার অভাবে অনেকে ব্যবসা করতে পারেন না। কোনভাবে টাকার জোগাড় করে ব্যবসা শুরু করলেও অন্যান্য ব্যবসায়ীদের সাথে কম্পিটিশনে পেরে ওঠে না। শেষে সর্বশান্ত হয়ে পথে বসতে হয়। তাই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Unique Business Idea)।

এই আইডিয়া মোতাবেক সঠিকভাবে ব্যবসাটি করতে পারলে মাসে সহজেই ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা আয় করা যেতেই পারে। গ্রাম বাংলার বেকার যুবক-যুবতীরা এই ব্যবসার মাধ্যমে প্রচুর আয় করতে পারবেন। নিম্নে ব্যবসার আইডিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

 

মুঞ্জ ঘাসের প্রোডাক্ট তৈরির ব্যবসা: – Business Idea 

আজকের প্রতিবেদনে বেকার যুবক-যুবতীদের জন্য দুর্দান্ত ব্যবসায়ের যে আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি, এই ব্যবসাটি হল মুঞ্জ ঘাসের প্রোডাক্ট তৈরি ব্যবসা। আমাদের বাড়িতে বা আসেপাশে এক ধরণের বেতের মত ছোটখাটো ঝুড়ি, বা ঘর সাজানোর সৌখিন জিনিস, আসবাবপত্র দেখতে পাওয়া যায়। এই ধরণের ছোটখাটো দ্রব্যগুলো মুঞ্জ ঘাস দিয়ে তৈরী করা হয়। মূলত নদীর ধারে চর এলাকায় এই ঘাসগুলি গজায়। এই ঘাস গুলি বড়বড় হয়ে গেলেই সঠিক সময়ে কেটে নিতে হয়।

এরপর সেগুলোকে সূর্যের আলোয় শুকনো করে পছন্দসই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঝুড়ি, বা ছোটখাটো বাক্স, সৌখিন জিনিসপত্র বানানো হয়। আপনার বাড়ি যদি গ্রাম এলাকায় হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি গ্রাম থেকে এই মুঞ্জ ঘাস সংগ্রহ করে ব্যবসাটি করতে পারবেন। শহরে বাড়ি হলেও গ্রামে গিয়ে যে এলাকায় গাছগুলি পাওয়া যায় সেখান থেকে ঘাস গুলি কম দামের সংগ্রহ করতে হবে।

অবশেষে 32,400 পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু, এই প্রক্রিয়ায় মাধ্যমিক পাশে আবেদন করুন – Central Government Group D Recruitment

ব্যবসা শুরু করার পদ্ধতি: – Business Idea 

যে অঞ্চল গুলিতে মুঞ্জ ঘাস পাওয়া যায় সেখান থেকে ঘাস গুলো কম দামে সংগ্রহ করতে হবে। এরপর সেই ঘাস দিয়ে একাধিক সৌখিন জিনিসপত্র তৈরির মাধ্যমে তার থেকে বেশি উপার্জন করতে পারবেন। আপনি যদি এই ধরণের কাজ না জানেন তাহলেও ব্যবসা শুরু করা যেতে পারে। ভাবছেন কিভাবে? এর জন্য আপনাকে শিল্প গ্রাম অথবা হস্তশিল্প মেলায় আসা শিল্পীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। এই শিল্পীরাই আপনার দেওয়া কাজের উপর ভিত্তি করে একাধিক সৌখিন জিনিসপত্র তৈরির করে দেবে। পারিশ্রমিক হিসেবে তাদের কিছু টাকা আপনি দেবেন। এই জিনিসপত্র গুলি বিভিন্ন শিল্প মেলা থেকে শুরু করে অনলাইনের মাধ্যমে সেল করে উপার্জন করতে পারবেন।

India Post Group C Recruitment : ডাক বিভাগে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন করতে বিস্তারিত পড়ুন

ব্যবসায় লাভের পরিমাণ: – Business Idea 

মঞ্জু ঘাস গুলি নদীর তীরবর্তী অঞ্চলে খুব কম দামে সংগ্রহ করতে পারবেন। ঘাস সংগ্রহ করার পর সেগুলিকে সুন্দরভাবে রং করে আন্তর্জাতিক বাজারে অথবা অনলাইনের মাধ্যমে বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন । একেকটি জিনিস তৈরির জন্য ২৫০ টাকা থেকে ৩০০ টাকা খরচ হবে যা দিব্যি ১০০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি হতে পারে অর্থাৎ গড়ে একটি আইটেমের থেকেই ৫০০ – ৭০০ টাকা আয় করা সম্ভব।

এমনকি যদি আপনি শিল্পীদের থেকে কিনে এনেও রি সেল করেন তাহলেও ৩০০ – ৪০০ টাকা আয় করা সম্ভব। সেই হিসাবে দেখলে মাসে নূন্যতম ৫০টি জিনিস বিক্রি করলেই ২০,০০০ টাকা আয় করা সম্ভব। সুতরাং অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইলে যুবক যুবতীদের হাতের নাগালে এটি সুন্দর অপশন হতে পারে।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now