LATEST JOB

6,000 পদে রেলে ছেলে মেয়ে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন, ফ্রী ট্রেনিং সঙ্গে মাসিক ভাতা – Railway Apprentice Recruitment

Published by
Team JR

Railway Apprentice Recruitment : আপনি কি একজন চাকরিপ্রার্থী? দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস? তাহলে আপনার জন্য রয়েছে ভারতীয় রেলে দারুন সুযোগ। এবার এক হাজার বা দু হাজার নয়, ভারতীয় রেলে ৬০০০ ছেলেমেয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। বেকার ছেলেমেয়েদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় রেল দপ্তর। আপনি যদি বেকার প্রার্থী হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পার হয়ে থাকে তাহলে এদের এই দারুন সুযোগ হাতছাড়া করবেন না। আসুন তাহলে রেলের সংশ্লিষ্ট সুযোগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে থাকে তাকে সবিস্তারে আলোচনা করা হবে। Railway Apprentice Recruitment

পদের নাম ও তার সম্পর্কে নিআে বিস্তারিত আলোচনা করা হলো ( Railway Apprentice Recruitment)  –

 

পদের নাম : এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে শিক্ষানবিস পদে।

 

মোট শুন্য পদ : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সেই সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে ৫৬৪৭ টি পদে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা রেলের শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়া বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের উচ্চ যোগ্যতা বা অভিজ্ঞতা কিংবা ডিগ্রী ডিপ্লোমা প্রয়োজন হতে পারে। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত করে নিবেন।

 

নিয়োগের ধরন : এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে শিক্ষানবিশ হিসেবে এক্ষেত্রে কোনরকম ফ্রি ছাড়াই ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং সঙ্গে মাসে মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে।

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরাই ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের ন্যূনতম বয়স থাকা প্রয়োজন এবং সর্বাধিক ২৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। বয়স গননা করা হবে ০৩-১২-২০২৪ তারিখ অনুযায়ী।

 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে দেওয়া হবে যা নির্ধারণ করা হবে রেলের সংশ্লিষ্ট দপ্তর দ্বারা। এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Railway Recruitment Board Apprentice Recruitment

 

Application Mode Online
Recruitment Process Academic Score and Documents Verification
Name of The Post Apprentice
Qualification Various
Last Date Of Application 3 December 2024

 

এবার আসা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে :

যে সমস্ত প্রার্থীরাযোগ্য হবেন তারা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারবেন

  • অনলাইন মাধ্যমে আবেদন করতে সর্বপ্রথম প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এরপর ওই আবেদন লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে
  • সর্বপ্রথম জরুরি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে
  • এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে পুরো ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  • আবেদন চলাকালীন প্রার্থীকে জরুরি তথ্য পূরণ করতে হবে
  • নির্দেশ মতো ডকুমেন্টস আপলোড করতে হবে
  • এরপর প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য ধার্য হলে তা জমা করতে হবে অন্যথায় জমা করতে হবে না
  • সবশেষে একবার যাচাই করে নিয়ে আবেদন ফরমটি সাবমিট করতে হবে

 

জরুরি ডকুমেন্ট সমূহ :

প্রার্থীদের আবেদন করতে বেশ কিছু প্রয়োজনে ডকুমেন্টস থাকা দরকার

  1. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
  2. প্রার্থীর বয়সের প্রমাণপত্র
  3. পাসপোর্ট সাইজের ছবি
  4. জাতিগত সংশা পত্র যদি থাকে
  5. এছাড়াও অন্যান্য যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া

যে সমস্ত প্রার্থীর আবেদন করার যোগ্যতা রাখে সে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন করলে তাদের নিয়োগ করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করার মাধ্যমে।

 

আবেদন মূল্য : অনলাইন আবেদন করার সময় প্রার্থীদের অর্থাৎ যারা সাধারন কিংবা ও ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের জন্য ১০০ টাকা বেতন মূল্য এবং অন্যান্য সংরক্ষিত ও মহিলাদের জন্য কোন রকম আবেদন মূল্য জমা নেওয়া হবে না।

মাত্র 100 টাকা জমিয়ে হাতে পান কড়কড়ে 2 লক্ষ টাকা, পোস্ট অফিসের এই স্কিমের হিসেব দেখেনিন – India Post Office RD Scheme

আবেদন করার তারিখ সমূহ : সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হবে ০৩-১২-২০২৪ তারিখ অব্দি

 

আবেদন করার পূর্বে প্রার্থীর অবশ্যই অফিসিয়াল নোটিশ যাচাই করে দেখে নিবেন

Official Notification : Download 

আমাদের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে নিতে পারেন –

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

This website uses cookies.