মাত্র 100 টাকা জমিয়ে হাতে পান কড়কড়ে 2 লক্ষ টাকা, পোস্ট অফিসের এই স্কিমের হিসেব দেখেনিন – India Post Office RD Scheme

India Post Office RD Scheme : ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করার প্রয়োজন রয়েছে। এই সঞ্চয়ের সবথেকে উপযোগী মাধ্যম হল পোস্ট অফিস। কারণ অন্যান্য বেসরকারি বীমা সংস্থা গুলিতে টাকা রাখলে তা ডুবে যাওয়া সম্ভাবনা থাকে। ভারতীয় ডাক বিভাগ যেহেতু সরকারি সংস্থা তাই টাকা হারানোর কোন ভয় নেই। ভারতীয় ডাক বিভাগ দেশের সাধারণ মানুষের জন্য জনপ্রিয় কিছু প্রকল্পের সূচনা করেছেন, এই প্রকল্প গুলিতে বিনিয়োগ করে এককালীন লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এখানে মাসিক অল্প কিছু টাকা সঞ্চয় করেই এককালীন কয়েক লক্ষ টাকা সুবিধা পাবেন। নিম্নে ভারতীয় ডাক বিভাগের এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

india Post Office RD Scheme

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (India Post Office RD Scheme) :

ভারতীয় ডাক বিভাগের Recurring Deposit প্রকল্প, পোস্ট অফিস দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি সঞ্চয় বিনিয়োগের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য একটি উপায়। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মাধ্যমে একজন ব্যক্তি মাসিক নির্ধারিত পরিমাণ অর্থ জমা করে একটি নির্দিষ্ট সময় শেষে সুদসহ অর্থ ফেরত পান। প্রতিদিন যদি গ্রাহকেরা ১০০ টাকা সঞ্চয় করে তবে পুরো মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন।

এই টাকা পোস্ট অফিসের RD তে প্রতি মাসে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করে পুরো মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এই টাকা পোস্ট অফিস RD প্রতি মাসে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে RD তে ৬.৭ % হারে সুদ পাবেন। ৫ বছর পরে পুরো ২,১৪,০৯৭ টাকা পাবেন, যার মধ্যে ৩৪,০০০ টাকা হবে শুধুমাত্র সুদ।

প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য:

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রধান বৈশিষ্ট্য গুলি হল-

  •  এই প্রকল্পের মেয়াদ ৫ বছর, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর এটিকে পুনর্নবীকরণ করা যায়।
  • এই প্রকল্পে একাধিক প্ল্যান উপলব্ধ রয়েছে। অর্থ জমার করার পরিমান ন্যূনতম মাসিক ১০ টাকা। এর গুণিতক হিসেবে অধিক পরিমাণ অর্থ জমা করা যাবে। এর কোন সর্বোচ্চ সীমা নেই।
  • পোস্ট অফিসে এই স্কিমের জন্য নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করা হয়। বর্তমানে ২০২৪ এর তথ্য অনুযায়ী বর্তমান সুদের হার প্রায় ৬.৫% থেকে ৭.৫% বার্ষিক (চক্রবৃদ্ধি হারে)।
  • প্রতি মাসে নির্ধারিত দিনে অর্থ জমা করতে হয়। যদি কোনও মাসের টাকা জমা করা মিস হয়ে যায়, তবে দেরি করার জন্য পেনাল্টি দিতে হয়।
  • আপনি চাইলে অগ্রিম এক বা একাধিক কিস্তির মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
  • পোস্ট অফিস RD-এর সুদে কোনও ট্যাক্স ছাড় পাওয়া যায় না।
  • ৩ বছর পূর্ণ করার পর গ্রাহক তার অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। তবে, এতে কিছু শর্ত এবং চার্জ প্রযোজ্য।

আবেদনের যোগ্যতা:

পোস্ট অফিসের এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে। এছাড়াও যারা মাসিক সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের জন্য নির্ধারিত পরিমাণ অর্থ জমাতে চান তাদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ মাধ্যম।

আবেদন পদ্ধতি:

ডাক বিভাগের এই প্রকল্পে আবেদনের জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নির্দেশ গুলো মানতে হবে।

  1. সর্বপ্রথম আবেদনকারী কে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে।
  2. ডাক বিভাগে গিয়ে প্রকল্পের আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিন হবে। প্রয়োজনীয় নথিপত্র গুলি হল- পরিচয়পত্র এবং নাম ঠিকানার প্রমাণপত্র।
  3. আবেদনপত্র পূরণ হয়ে গেলে এবার নির্ধারিত সময়মতো প্রাথমিক অর্থ প্রদান করতে হবে।
  4. আবেদন পত্র পুরন হয়ে গেলে আপনি পোস্ট অফিস থেকে একটি পাসবুক পাবেন, যেখানে আপনার জমা এবং সুদের বিবরণ উল্লেখ থাকবে।

এই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবরের পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিম ও নানা ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment