Kolkata Metro Railway Recruitment :অবশেষে কলকাতা মেট্রোরেলে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মহিলা হোক কিংবা পুরুষ যোগ্যতা নিরিখে সকলেই আবেদন করতে পারবেন। কলকাতা মেট্রো রেলের তরফে প্রায়ই নতুন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এবার ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো কলকাতা মেট্রো রেলের তরফে। ভালো মাসিক বেতন সহ উচ্চতর পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কলকাতা মেট্রো রেলের বর্তমান নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী হবেন তারা আগে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
Kolkata Metro Railway Recruitment
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
কলকাতা মেট্রো রেলের তরফে বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন জানানোর সুযোগ দেওয়া হবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আগে বিস্তারিত জেনে নিতে হবে। এরপর আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। ওই আবেদন পত্রটি ঠিকঠাকভাবে পূরণ করার পর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে স্পিড পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
অফলাইন আবেদন করতে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। প্রার্থীর বয়সের প্রমাণপত্র সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, অভিজ্ঞতা ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ছবি, NOC কিংবা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস ( নোটিশ অনুযায়ী) এর জেরক্স কপি জমা করতে হবে।
কিভাবে নিয়োগ করা হবে :
যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন এবং যোগ্যতার পরিপূর্ণতা পূরণ করবেন সে সমস্ত প্রার্থীদের বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে অর্থাৎ কম্পিউটার পরীক্ষা অন্যান্য যোগ্যতা যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিচে শূন্য পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হলো
পদের নাম : এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি পদে (সিগন্যাল ও টেলিকম)।
- জেনারেল মেনেজার
- অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার
বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা কলকাতা মেট্রো রেলের উপরোক্ত পদ দুটিতে আবেদন জানাতে চাই তাদের বয়স সর্বাধিক থাকতে হবে ৫৫ বছর কিংবা তার নিচে।
মাসিক বেতন : এক্ষেত্রে দুটি পদের জন্য মাসিক বেতন আলাদা আলাদা জেনারেল ম্যানেজার পদের জন্য পে লেভেল ১৪ অনুযায়ী এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদের জন্য পে লেভেল ১৩ অনুযায়ী মাসিক বেতন নির্ধারণ করা হবে।
Recruitment Board | Kolkata Metro Railway |
Name of The Posts | General and Additional General Manager |
Salary | As Per Pay Level 14 & 13 |
Application Process | Offline Mode |
Last Date Of Application | 5th December 2024 |
আরও পড়ুন 👉👉👉SBI ব্যাংক দিচ্ছে প্রতিমাসে ১৮ হাজার টাকা, একাউন্ট থাকলে সুযোগ নিয়ে ফেলুন – Bank Scheme
যোগ্যতা সমূহ : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে। দুটি পদের জন্য যেহেতু যোগ্যতা আলাদা আলাদা তাই অফিসিয়াল নোটিশ থেকে একটি স্ক্রিনশট নিচে দেওয়া হল, সেখান থেকে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেখে নিবেন। 👇
আবেদন পত্র জমা করার ঠিকানা : KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata-700021
আরও পড়ুন 👉👉বাংলা জানলে Librarian পদে শতাধিক চাকরির সুযোগ, মাসিক বেতন 20,475 টাকা -জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি
আবেদনপত্র জমা করার শেষ তারিখ : আগ্রহী প্রার্থীর আবেদন পত্র জমা করতে পারবেন ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
যেহেতু ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগ করা হবে তাই আবেদন করার পূর্বে চাকরিপ্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিবেন তারপর যোগ্যতা পরিপূর্ণ হলে তবে আবেদন পত্র জমা করবেন –
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |