Jio Gold Offer :উৎসবের মৌসুমে Jio নতুন প্রকল্পের সূচনা। এই প্রকল্পের মাধ্যমে মাত্র ১০ টাকায় পেয়ে যাবেন সোনা। Jio ফাইন্যান্সের মাধ্যমে (Reliance Jio) সোনা কেনার বিশেষ সুযোগ। কিছুদিন আগেই ধনতেরাস অনুষ্ঠান সম্পন্ন হল। ধনতেরাস উপলক্ষে বর্তমানে রাজ্য জুড়ে সোনার কেনাকাটা চলছে। তবে দিনে দিনে যে হারে সোনার মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের সাধ্যের বাইরে পৌঁছে গেছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া সোনা কিনতে পারছেন না সাধারণ নাগরিক।
জিও কর্নধর মুকেশ আম্বানি, দেশের সাধারণ মানুষদের জন্য Jio ফাইন্যান্স এর মাধ্যমে সোনা কেনার ব্যবস্থা করেছেন। জিও ফাইন্যান্স এর মাধ্যমে অল্প টাকার বিনিময়ে সোনা কিনতে পারবেন। পরবর্তীকাল ধীরে ধীরে টাকা পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনার বেশি টাকার প্রয়োজন নেই মাত্র ১০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ডিজিটাল সোনা। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে জিও ফাইন্যান্সে সোনা কিনতে আপনাকে সরাসরি দোকান যেতে হবে না। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সোনা পেয়ে যাবেন। তাই ধনতেরাস অথবা রাস পূর্ণিমা উপলক্ষে সোনা কিনতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে জিও ফাইন্যান্সের মাধ্যমে ডিজিটাল সোনা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
Jio ফাইন্যান্সের সোনা কেনার সুবিধা: –
জিও ফাইন্যান্সের (Reliance Jio) পক্ষ থেকে চালু করা স্মার্ট গোল্ড স্কিমে আপনার সোনা কিনতে চাইলে একাধিক সুবিধার পাবেন, যেমন –
- . সামান্য টাকার বিনিময়ে ঘরে বসে পেয়ে যাবেন ডিজিটাল সোনা।
- . আপনাদের এই ডিজিটাল সোনা কোনোভাবেই হারিয়ে যাবে না আবার চুরিও হবে না। লাগবেনা কোনো লকারের ব্যবস্থা কারণ এই সমস্ত সুবিধা জিও ফাইন্যান্সের তরফে আপনাদের প্রদান করা হবে।
- .ভার্চুয়াল গোল্ড সবদিক থেকেই সুরক্ষিত। ঘরে বসে নিশ্চিন্তে সোনা ক্রয় করতে পারবেন। এর জন্য কষ্ট করে বাজারে যেতে হবে না। সোনা কেনার পরবর্তীকালে প্রয়োজন মত বাজার মূল্য দেখে ঘরে বসে তা বিক্রিও করা যাবে।
- . গ্রাহক চাইলে সরাসরি জিও ফাইন্যান্স অ্যাপ থেকে সোনার কয়েন কম খাটুনিতে ঘরে বসেই কিনতে পারবেন। খুব সহজেই হোম ডেলিভারিও হয়ে যাবে।
ধনতেরাস বিশেষ দিনে সোনা কেনা মানেই মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে সন্তুষ্ট করা। বলাই যেতে পারে ধনতেরাসের দিন সবাই কম বেশি সোনা রূপো কিনেই থাকেন। কিন্তু বর্তমানে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনা কিনতে পাচ্ছেন না অনেকে। তাই শেষ পর্যন্ত ঝাঁটা কিনে ঘরে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।
উৎসবের মরশুমে দোকান গুলিতে সোনা কেনার উপরে বিশেষ ছাড় দেওয়া হয়। তা সত্ত্বেও সোনা কিনতে পারছেন না অনেকে। এই সকল বিষয় লক্ষ্য করে জিও ফাইন্যান্স নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আপনারা ঘরে বসেই সোনা কিনতে পারবেন। এতে আপনাকে এককালীন বেশি টাকা খরচ করতে হবে না। আপনার সাধ্যমত টাকা দিয়ে সোনা ক্রয় করতে পারবেন। পরবর্তীকালে জিও ফাইন্যান্স এর মাধ্যমে বাকি টাকা ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |