বর্তমানে ভারতে 140 কোটির বেশি জনসংখ্যা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধিতে ভারত চীন কেও ছাড়িয়ে গেছে। এই বিপুল পরিমাণ জনসংখ্যার বেশিরভাগ অল্প বয়সী যুবক যুবতী। সরকারের পক্ষে কখনো এই বিপুল পরিমাণ জনসংখ্যার কর্মসংস্থান সম্ভব নয়। তাই সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বৃদ্ধির উপর জোর দিচ্ছেন। যাতে দেশের বেকার যুবক-যুবতীরা ক্ষুদ্র মাঝারি ব্যবসা সূচনা করে আত্মনির্ভর হতে পারে। এই কারণে বিভিন্ন সময় সরকার লোনের উপর বিশেষ ছাড় প্রদান করে থাকে। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প MSME Loan Scheme। এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীতে ব্যবসায় অর্থ প্রদান করা হয়। তাই আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করার কথা ভাবে তাহলে MSME Loan Scheme মাধ্যমে ব্যাংক থেকে টাকা পেতে পারেন। MSME Loan Scheme আসলে কি, কিভাবে এই প্রকল্প আবেদন করবেন প্রভৃতি বিস্তারিত তথ্য নিম্ন আলোচনা করা হলো Business Idea with loan
MSME Loan Scheme কী:-
MSME Loan Scheme প্রকল্পটি ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি, শিল্প বিকাশ জন্য নব প্রকল্প। এর মাধ্যমে ভারত সরকার দেশের বেকার যুবক দের জন্য লোন প্রদান করে। যারা ব্যবসা করতে চান অথচ পুঁজি না থাকায় ব্যবসা করতে পারেন না, সে সকল যুবক-যুবতীদ MSME Loan Scheme মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারে। পরবর্তী কালে ব্যবসার মুনাফা দিয়ে লোনটি পরিশোধ করতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে লোন নিতে গেলে আপনার যে হারে সুদ নেওয়া হয়, MSME প্রকল্পের অন্তর্গত লোন নিলে আপনার সুদের হার অনেক কম।
MSME লোন অ্যাপ্রুভেল প্রক্রিয়া :-
অন্যান্য ব্যাংকে লোনের ক্ষেত্রে আপনার প্রচুর সময় প্রয়োজন। যার ফলে কোন দিন আপনার ব্যবসায় হঠাৎ টাকার প্রয়োজন হলে অন্যান্য মাধ্যম গুলো থেকে টাকা পেতে অনেক সময় লাগবে। কিন্তু MSME প্রকল্পের মাধ্যমে আপনার হঠাৎ টাকার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আপনি টাকা পাবেন। তাই বর্তমানে সকল শিল্পপতিরা MSME মাধ্যমে লোন নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। তবে বর্তমানে RBI লোনের ক্ষেত্রে বেশকিছু নিয়ম লাগু করেছে। এই নিয়মগুলি আগামী ১ লা অক্টোবর ২০২৪ তারিখ থেকে শুরু হব। এর ফলে MSME Loan ও Personal Loan পাওয়া আরো সহজ এবং নিরাপদ হবে।
RBI নং নতুন নির্দেশ:-
রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশ অনুযায়ী, কোনো ব্যাংকে NBFC গ্রাহককে ঋণ দিতে গেলে ঋণের যাবতীয় তথ্য লিখিত আকারে প্রদান করতে হবে। এই নতুন প্রক্রিয়াকে বলা হচ্ছে KFS অর্থাৎ Key Fact Statement। ঋণ গ্রহীতা যেন লোন নেওয়ার আগে সকল খরচা ও প্রদত্ত শর্তের তথ্য স্পষ্টভাবে জানতে পারেন। সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। KFS-এর মাধ্যমে সমস্ত গ্রাহকরা ঋণের সুদ এবং অন্যান্য চার্জ ও খরচের বিস্তারিত তথ্য জানবেন। ফলে গ্রাহকদের লোন নেয়ার পর কোন হিডেন চার্জ বা বেশি সুদের বোঝা পড়বে না। এর ফলে গ্রাহকরা অধিক পরিমাণে লাভবান হবে। অনেক ক্ষেত্রে
পরিশেষে বলা যায় বর্তমানে রাজ্যের যে সকল যুবক-যুবতীরা দীর্ঘদিন চাকরির প্রতীক্ষায় বসে থেকে কেউ চাকরি হয়নি, তারা এই প্রকল্পের মাধ্যমে অল্প কিছু ঋণ নিয়ে প্রাথমিকভাবে একটি সুন্দর ব্যবসা শুরু করতে পারেন। পরবর্তীকালে আপনার ব্যবসাটির লাভ ভাঙসে টাকা দিয়ে এই ঋণ পরিশোধ করে দিতে পারবে। যেহেতু এই ঋণের ক্ষেত্রে সোদের পরিমাণ খুব কম সে কারণে ধীরে ধীরে আপনারা এই টাকা পরিশোধ করতে পারেন। এছাড়াও সম্পর্কে বিস্তারিত জানতে এর অফিসের ওয়েবসাইটের অথবা নিকটবর্তী ব্যাংক শাখায় ভিজিট করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU