জেলার 15 টি ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলিতে কর্মী ও সহায়িকা নিয়োগ, 25 আগস্ট শেষ তারিখ – West Bengal ICDS Anganwari Job Recruitment

রাজ্যে জেলা ভিত্তিক ICDS কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মোট 15 টি ICDS কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়োত গুলিতে ICDS কর্মী ও সহায়িকা পদে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেবল মহিলা প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। যদি আপনার ঘরে মহিলা প্রার্থী থেকে থাকে এবং ICDS কর্মী কিংবা সহায়িকা পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক হয় এবং উপযুক্ত যোগ্যতা থাকে, তাহলে শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। West Bengal ICDS Anganwari Job Recruitment

Icds

পদের নাম : রাজ্যের এক জেলায় ICDS কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শূন্যপদ : মোট 15 টি ICDS প্রজেক্ট কেন্দ্র থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এক বা একাধিক পদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে প্রতিটি নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জানতে পারেন।

বয়সসীমা : সংশ্লিষ্ট ICDS কর্মী কিংবা সহায়িকা পদের জন্য আবেদন করতে ন্যূনতম বয়স থাকা প্রয়োজন 18 বছর এবং সর্বোচ্চ বয়স থাকা প্রয়োজন 35 বছরের মধ্যে। পাশাপাশি রিজার্ভদের সরকারী নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ICDS কর্মী কিংবা সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক বা 12th পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে ।

অন্যান্য যোগ্যতা : এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী হিসেবে শুধু মহিলারাই আবেদন জানাতে পারবেন এবং অবশ্যই ওই প্রার্থীকে সংশ্লিষ্ট ICDS কেন্দ্রের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কীভাবে আবেদন করতে হবে : ICDS কর্মী ও সহায়িকা নিয়োগের আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিংক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকে ক্লিক করে আবেদন শুরু করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রথমত অনলাইনে আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার নির্দিষ্ট মাপে স্ক্যান করে রাখতে হবে। আবেদন চলাকালীন নির্দেশ মতো আপলোড করতে হবে। এরপর অন্যান্য সব তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় যে বিষয় গুলি মনে রাখবেন :

1.অনলাইনে আবেদন করার সময় ফর্মে দেওয়া প্রতিটি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে, কারণ পরবর্তীতে প্রত্যেক তথ্যের জন্য উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে

2. পাসপোর্ট সাইজের ছবির সাইজ 20 kb থেকে 20 kb-র মধ্যে থাকতে হবে

3. প্রার্থীর সিগনেচার কালো কিংবা নীল কলমে লেখা হতে হবে এবং একই ধরনের সিগনেচার পরবর্তীতেও করতে হবে

4. সফলভাবে আবেদনপত্র জমা করার পর প্রার্থী ওয়েবসাইট থেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন

নিয়োগ প্রক্রিয়া : যোগ্যতার নিরিখে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। মোট 1০0 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

প্রয়োজনীয় নথিপত্র সমূহ : মৌখিক পরীক্ষার দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি দেখা হবে

1. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সমূহ

2. জন্ম তারিখ প্রমাণ হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম-প্রমাণ সার্টিফিকেট

3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

4. PH Certificate ( যদি প্রযোজ্য হয়)

5. বাসিন্দা প্রমান ( ভোটার, আধার, রেশন বা প্যান কার্ড)

6. অন্যান্য ডকুমেন্টস

অনলাইনে আবেদনের ডেডলাইন : অনলাইনে আবেদন করা যাবে 25-08-2024 তারিখ রাত 11.59 সময়ের আগে।

নিয়োগের স্থান : উত্তর 24 পরগণার বিভিন্ন ICDS কেন্দ্রে

আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ গুলি ভালোভাবে পড়ে নিবেন।

Online Application Link

All ICDS Recruitment Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now