পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে গ্রুপ ডি সহ অন্যান্য পদে নিয়োগ, বিস্তারিত পড়ুন -WB WCD and SW Job Recruitment

পশ্চিমবঙ্গের মহিলা ও পুরুষ প্রার্থীদের জন্য ফের এক জেলা কর্তৃক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্হ মহিলা ও শিশু উন্নয়ন এবং সামাজিক মন্ত্রণালয়ে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। West Bengal Government WCD and SW Job Recruitment

WB WCD and SW Job Recruitment

কীভাবে আবেদন করতে পারবেন : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানো যাবে অফলাইন মাধ্যমে। অফলাইন মাধ্যমে আবেদন করার আগে আবেদন পত্রটি অফিসিয়াল নোটিশ থেকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। প্রিন্ট আউট কপি টি নিজের নির্ভূল তথ্য দিয়ে পূরণ করতে হবে। মনে রাখতে হবে পূরণ করা সকল তথ্য যেন সঠিক ও নির্ভূল হয়। অবশ্যই বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করতে হবে। যথা স্থানে পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে নিদিষ্ট ঠিকানায় যথা সময়ে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপিও জমা করতে হবে। WB WCD and SW Job Recruitment

প্রয়োজনীয় ডকুমেন্টস :

1. বয়সের প্রমাণ পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. অভিজ্ঞতা ( প্রযোজ্য হলে)

4. কাস্ট সার্টিফিকেট ( প্রযোজ্য হলে)

5. টেকনিক্যাল যোগ্যতা ( প্রযোজ্য হলে)

6. পাসপোর্ট সাইজের ছবি

7. অন্যান্য সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস

পদের নাম ও তার সম্পর্কে নিচে উল্লেখ করা হলো –

1. রেসিডেন্ট সুপারিন্টেন্ডেন্ট (মহিলা)

মাসিক বেতন : প্রতি মাসে বেতন হিসেবে 20,000 টাকা দেওয়া হবে।

বয়সসীমা : আবেদনকারীদের উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 35-55 বছরের মধ্যে।

2. অফিস অ্যাসিস্টেন্ট ( মহিলা)

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক দেওয়া হবে 14,000 হাজার টাকা

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 25 বছর থেকে 40 বছরের মধ্যে।

3. মাল্টি পার্পস ওয়ার্কার ( মহিলা)

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক দেওয়া হবে 12,000 হাজার টাকা

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 25 বছর থেকে 50 বছরের মধ্যে।

4. কুক (মহিলা)

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক দেওয়া হবে 8,000 হাজার টাকা

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর থেকে 60 বছরের মধ্যে।

5. নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড ( মহিলা ও পুরুষ)

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক দেওয়া হবে 8,000 হাজার টাকা

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 21 বছর থেকে 60 বছরের মধ্যে।

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে যোগ্যতা পদ অনুযায়ী আলাদা আলাদা থাকতে হবে। অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল

Wb wcd and sw job recruitment

নিয়োগ প্রক্রিয়া : সফলভাবে আবেদনকারীদের আবেদন পত্র গুলি স্ক্রিনিং করার পর যোগ্যদের নিয়ে একটি শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্ট থেকে প্রার্থীদের জন্য ইন্টারভিউ আয়োজন করা হবে। তবে ইন্টারভিউ কল লেটার পোস্ট অফিসের মাধ্যমে অথবা ইমেইল মারফত পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

জেলার জমি রেজিস্ট্রি অফিসে DEO নিয়োগের বিজ্ঞপ্তি, জেলায় চাকরির কর্মস্থলের সুবিধা -Data Entry Operator Job

আবেদন পত্র জমা করার তারিখ সমূহ : সংশ্লিষ্ট অফিসে আবেদন পত্র জমা করা যাবে 31 আগস্ট 2024 তারিখের পূর্বে।

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিন –

আরও পড়ুন : ক্লিক করুন

Official Notification + Application Form : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now