পাবেন 10 হাজার টাকা, রাজ্যের পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ মমতার -West Bengal Government Scheme

রাজ্য সরকারের এমন এক প্রকল্প নিয়ে এসেছি যেখানে রাজ্য সরকার কর্তৃক যোগ্যদের মাথাপিছু 10 হাজার টাকা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই স্কিমে যারা এখনো পর্যন্ত সুবিধা পাননি তারা বিস্তারিত দেখে নিন। আমরা সকলে জানি, রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। তিনি রাজ্যের ছেলে বুড়ো থেকে মেয়ে কিংবা বয়স্ক মহিলা সকলের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। রাজ্য সরকারের প্রকল্পে উপকৃত হয়নি এমন পরিবার খুবই কম রয়েছে। West Bengal Government Scheme

West Bengal cm scholarship

রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য বিভিন্ন দিক অবলম্বন করে নানা ধরনের প্রকল্পের সূচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কথা মাথায় রেখে বা তাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য নিয়ে এসেছেন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী কিংবা রূপশ্রী মতো প্রকল্প। শুধু তাই নয় তিনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এককালীন 5 হাজার টাকা দেওয়ার স্কিমও নিয়ে এসেছেন। রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং বয়স্কদের জন্য বয়স্ক ভাতা প্রকল্প নিয়ে এসেছেন। West Bengal Government Scheme

শুধু তাই নয় রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নিয়ে এসেছেন যুবশ্রী প্রকল্প পাশাপাশি নিয়ে এসেছেন ব্যবসায়ী আগ্রহীদের জন্য বিভিন্ন ধরনের লোন প্রদানকারী প্রকল্প। রাজ্য সরকার রাজ্যবাসীর স্বাস্থ্য, খাদ্য ও শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসেন। স্বাস্থ্য সম্বন্ধীয় স্বাস্থ্য সাথী এবং খাদ্য সম্বন্ধীয় খাদ্যশ্রী প্রকল্পের সূচনা করেন। এছাড়া পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা করেন তিনি। রাজ্যের পুরোাদের জন্য সবুজ সাথী, তরুণের স্বপ্ন প্রকল্প ও ঐক্যশ্রী সহ অন্যান্য স্কলারশিপের সুবিধা। West Bengal Government Scheme

এবার রাজ্যের পুরবাদের জন্য ফের নবান্ন স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু হল। নবান্ন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বেস পরিবর্তন ঘটানো হয়েছে। কেননা যেখানে আগে 60 শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক ছিল সেখানে তা কমিয়ে 50 শতাংশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে পড়াশোনা করছেন তাহলে এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। West Bengal Nabanna Scholarship

এই স্কলারশিপের সুবিধা পেতে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে পূর্ববর্তী শ্রেণী থেকে 50 শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজার টাকার কম হতে হবে। অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ সরকারের cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। যোগ্যতা প্রমাণিত হলে প্রত্যেকে সর্বাধিক 10 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now