মমতার বিরাট ঘোষণা, ফের 1 লক্ষ নতুন চাকরি, সুযোগ বাংলার বেকারদের জন্য -West Bengal Government Recruitment

Good News for West Bengal Job Aspirants : রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের 23 জেলার প্রায় 1 লক্ষ নতুন কর্মসংস্থানের ঘোষণা মমতা সরকারের ( Government Of West Bengal Mamata Banerjee Announced For 1 Lakh Vacancy) । রাজ্য সরকার এদিন ঘোষণা করেন যে, রাজ্য জুড়ে প্রায় আরও 1 লক্ষ নতুন ছেলেমেয়ে চাকরি পেতে চলেছে। রাজ্য সরকার এদিন বীরভূমের এক সভায় গিয়ে এমনটা ঘোষণা করেন। এবার সব থেকে বড়ো প্রশ্ন হলো কীভাবে এই শূন্যপদ পূরণ করা হবে এবং কীভাবেই বা আবেদন জানাতে হবে তার জন্য শেষ পর্যন্ত পড়বেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। West Bengal Government Recruitment 1 lakh

West Bengal government recruitment 1 lakh

আমরা সকলে জানি রাজ্যজুরে বর্তমানে তোলপাড় শিক্ষকদের  চাকরি বাতিল নিয়ে (West Bengal SSC Scam)। রাজ্যের জেলায় জেলায় 26 হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে শোকের ছায়া তৈরি হয়েছে। এদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, শিক্ষদের চাকরি বাঁচাতে রাজ্য সরকার লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে দারস্থ হবেন। কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে, এই সম্পর্কে সুপ্রিম কোর্টে ডায়েরিও করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

 

গতকাল রাজ্যের মূখ্যমন্তী কলকাতা হাইকোর্টের এমন নির্দেশের কঠোর সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন এরকম রায়ের ফলে রাজ্যের প্রায় 26 হাজার পরিবারের 1 দেড় লক্ষ মানুষ হতাশায় দিন কাটাচ্ছে। তার উপর আবার টাকা ফেরত দিতে হবে। তিনি প্রশ্ন করেন এটা কার পক্ষে সম্ভব হবে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া?। ওইদিন মূখ্যমন্ত্রী আরও জানান যে, রাজ্যে আরও 10 লক্ষ কর্মসংস্থান দেওয়া হবে। চাকরি হারাদের পাশে থেকে এমন আশ্বাস দেন মাননীয়া মূখ্যমন্ত্রী। West Bengal Government Job Recruitment Update

 

এদিকে রাজ্যের শুধু এসএসসির নিয়োগ নিয়ে নয়, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়েও বেশ কিছুদিন ধরে আদালতে তারিখ পরছে। ঠিক একই ভাবে সেখানেই দূর্নীতির শেষ নেই। জানা গিয়েছে, প্রায় 60 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সামনে  বিরাট রায় আসতে চলেছে। রাজ্যের 60 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। এসএসসির সংশ্লিষ্ট নিয়োগের মতো এই নিয়োগ নিয়েও অনেকে চিন্তিত রয়েছে। এদিকে 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা প্রশ্ন প্রত্রে 25 টি প্রশ্নের ভূল নিয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। West Bengal Government Recruitment 1 lakh Vacancy

 

এত কিছুর মধ্যেও রাজ্য সরকার নতুন চাকরি প্রার্থীদের আশ্বাস দিতে পিছু হাটেনি। তিনি পরপর দুদিন প্রায় 11 লক্ষ নতুন চাকরির ঘোষণা করেছেন। তারমধ্যে আজ বীরভূম থেকে নতুন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরির সুযোগ করার কথা বলেছেন রাজ্য সরকার। তিনি এদিন দেউচা পাচামির কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে, “বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, আমি নিজে এত এসি ব্যবহার করি না। বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।”

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now

Leave a Comment