শুধু মাধ্যমিক রাজ্যে পাশে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে ও মেয়ে সকলেই আবেদন করুন -WB Clerk Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অবশেষে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যে জেলায় এই পদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদনের সুযোগ দেওয়া হবে। ছেলে ও মেয়ে সকলে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। WB Clerk Job Recruitment

WB Govt Job Recruitment

পদের নাম সমূহ : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক ও কাউন্সিলর পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটি দের জন্য 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। WB Govt Job Recruitment

যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও কাউন্সিলর পদের জন্য সাইকোলজিতে স্নাতক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 13,500 টাকা প্রতিমাসে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। মোট 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা 80 নম্বর, 10 নম্বরের কম্পিউটার টেস্ট ও 10 নম্বরের ভাইভা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে। West Bengal Government Job Recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর রেজিষ্ট্রেশন করার পর পুরো আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ চলাকালীন জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি 148×148 পিক্সেল মাপে আপলোড করতে হবে সঙ্গে 200×100 মাপের সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করার আগে জরুরি সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে এবং শেষে সাবমিট করা ফর্মটির প্রিন্ট আউট বের করে নিতে হবে। West Bengal Government Job Recruitment

জরুরি ডকুমেন্টস সমূহ :

1. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণ

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

4. পাসপোর্ট সাইজের ছবি

5. সিগনেচার

6. আধার বা ভোটার কার্ড

7. অন্যান্য

বেকারদের জন্য দারুণ সুসংবাদ! ফ্রী ট্রেনিং দিয়ে কর্মদক্ষের সুযোগ – Central Government Scheme

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 12 সেপ্টেম্বর 2024 তারিখের পূর্ব পর্যন্ত।

আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে বিস্তারিত জেনে নিবেন –

আরও পড়ুন : ক্লিক করুন

Official Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now