জেলার DHFWS এ বহু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন – West Bengal Recruitment

West Bengal Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর। সাম্প্রতিক সময়ে ফের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন কাজের জন্য বহু পদে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনেনিন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল। West Bengal Government Job Recruitment

west bengal recruitment

পদের নাম- মেডিকেল অফিসার (NUHM), লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA), মেডিকেল অফিসার (মেডিসিন), মেডিকেল অফিসার (শিশুরোগ), মেডিকেল অফিসার (জি অ্যান্ড ও), মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ), মনোরোগ বিশেষজ্ঞ,
ক্লিনিকাল মনোবৈজ্ঞানিক ,মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার,
কুক কাম কেয়ারটেকার ও পার সাপোর্ট প্রভৃতি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

বেতন– জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদে যে প্রার্থীরা নিযুক্ত হবেন তারা বেতন হিসেবে পাবেন ৬০০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত।

যোগ্যতা– ১) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদে আবেদন করতে গেলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন মেডিকেল অফিসার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে শুধু এমবিবিএস ডিগ্রী নয় এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাস্টার ডিগ্রী পাশ হতে হবে।পার সাপোর্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে৷ বাকি পদগুলোর জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটি জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন। West Bengal Government Job Recruitment

আবেদন পদ্ধতি– প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর চাকরির ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন মূল্য – সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা পরীক্ষার মূল্য প্রদান করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট- ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল– ১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত জেরক্স এবং সার্টিফিকেট এর কপি ৪) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের কপি। West Bengal Recruitment

গুরুত্বপূর্ণ তারিখ -ইন্টারভিউ / নথি যাচাইয়ের তারিখ হল 23.08.2024, 27.08.2024, 28.08.2024 এবং 29.08.2024

প্রার্থী বাছাই পদ্ধতি – এই বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

ইন্টারভিউয়ের স্থান : কনফারেন্স হল, ডিআরএস বিল্ডিং, (ফার্মেসি কলেজের কাছে), সিএমওএইচ অফিস, জলপাইগুড়ি। Written by Nupur Chattopadhyay


Official Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now