অবশেষে রাজ্য সরকারের 3 ক্যাটাগরিতে চাকরির সুযোগ, অষ্টম থেকে স্নাতক পাশ আবেদন করুন -WB Govt Job Recruitment

আপনার শিক্ষাগত যোগ্যতা হোক অষ্টম পাশ কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ, এবার সকল যোগ্যতা অধিকারীদের জন্য বিরাট সুসংবাদ রয়েছে। কেননা গ্রুপ ডি থেকে গ্রুপ সি ও গ্রুপ বি লেভেলের চাকরির দারুণ সুযোগ দিয়েছে রাজ্য সরকারের অধীনে। রাজ্যের এক জেলা কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু শূন্যপদে রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ছেলে কিংবা মেয়ে সকলে যোগ্যতার নিরিখে আবেদন করতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। West Bengal Government Job Recruitment

west bengal government job recruitment

প্রথমে শূন্যপদ ও তার সম্পর্কে আলোচনা করা যাক

1.গ্রুপ বি ( স্টেনোগ্রাফার ও আপার ডিভিশন ক্লার্ক)

বয়সসীমা : সাধানত নূন্যতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 32 বছর। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে স্নাতক পাশ ও সঙ্গে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ করতে হবে। উভয় পদের জন্য টাইপিং দক্ষতা মিনিটে 40-80 শব্দ থাকতে হবে।



2. গ্রুপ সি ( লোয়ার ডিভিশন ক্লার্ক)

বয়সসীমা : সাধারণত বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।WB Govt job recruitment

শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার জ্ঞান ও টাইপিং দক্ষতা মিনিটে 40 শব্দ থাকতে হবে।

3. গ্রুপ ডি ( প্রসেস সার্ভার ও পিয়ন, নাইট গার্ড ইত্যাদি)

বয়সসীমা : আবেদনকারীদের বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। পাশাপাশি সংরক্ষিতরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন। West Bengal Government Job Recruitment

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ করতে হবে।



মাসিক বেতন : রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী ক্যাটাগরি ও পদ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

আবেদন করার পদ্ধতি : যোগ্যতা পরিপূর্ণ হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এর জন্য সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। সব ঠিকঠাক থাকলে শেষে আবেদন মূল্য জমা করতে হবে। সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে পারেন যাতে নির্ভূল ভাবে আবেদন করতে পারেন।

নিয়োগ পদ্ধতি : উপরোক্ত সব পদ গুলিতে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম একই ভাবে হবে কিন্তু প্রতি ক্ষেত্রে কমন হলো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। এছাড়াও কম্পিউটার যোগ্যতা প্রযোজ্য হলে কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট অনিবার্য হবে।

অনলাইনে আবেদন করার ডেডলাইন : অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে, আবেদন গ্রহণ চলবে 20 আগস্ট পর্যন্ত।WB Govt job recruitment

আবেদন মূল্য : প্রতি ক্যাটাগরি পদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে তবে পদ ও সংরক্ষিত জাতি অনুযায়ী মূল্য আলাদা আলাদা। অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত জেনে নিবেন। West Bengal Government Job Recruitment

পূর্বের নোটিশ বাতিল করে নতুন নোটিশ জারি করা হয়েছে তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Online Application : Click Here

Official Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now