ব্লক, মহকুমা ও জেলা স্তরে ভূমি সংস্করণ দপ্তরে চাকরির সুযোগ, বিস্তারিত পড়ুন – Data Entry Operator

চাকরির প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। সম্প্রতি BL&RLO , SDL&RLO, DL&RLO অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে। নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগ হবে শুধুমাত্র চুক্তির ভিত্তিতে। তবে কিভাবে আবেদন করতে হবে? আবেদনের শেষ সময়সীমা কত? আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত থাকতে হবে প্রভৃতি প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। West Bengal Government Data Entry Operator Job Recruitment

data entry operator

পদের নাম– BL&RLO , SDL&RLO, DL&RLO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হতে চলেছে।

শূন্য পদের সংখ্যা -BL&RLO , SDL&RLO, DL&RLO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ১২ টি।

বেতন– যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিযুক্ত হবেন তারা প্রতিমাসে বেতন হিসেবে ১১ হাজার টাকা পাবেন। Data Entry Operator Job Recruitment

বয়স– এক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

যোগ্যতা– দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার BL&RLO , SDL&RLO, DL&RLO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীদের কিছু আবশ্যিক যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলি হল –

১) প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে।

৩) গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল ইন্টারনেটের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকতে হবে।

আবেদন পদ্ধতি-১) এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে www.ddinajpur.nic.in যেতে হবে।

২) অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাকরির ফর্মটি ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট করতে হবে।

৩) এরপর ফর্মটি তে যেখানে নিজের নাম অভিভাবকের নাম ঠিকানা প্রভৃতি দিতে বলা হয়েছে সেগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ফর্ম ফিলাপ করতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে‌।

৪) এরপর ফর্মের সহিত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি খামের ভিতরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন – আবেদনপত্র জমা দিতে হবে ৯/০৮/২০২৪ তারিখের বিকাল ৫টার মধ্যে।

নিয়োগ পদ্ধতি – এক্ষেত্রে প্রার্থীদের বাছাই পর্ব হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে।

পুরুষ ও মহিলা সকলে পেতে পারেন মাসিক 5000 টাকা, এখনই এই স্কিমে নাম লেখান – Central Government APY Scheme

চাকরি স্থান- প্রার্থীদের নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার BL&RLO , SDL&RLO, DL&RLO অফিসে।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you