পশ্চিমবঙ্গ বন দপ্তরে বিপুল শূন্যপদে শীঘ্রই নিয়োগ, কারা ও কীভাবে আবেদন করবেন? -West Bengal Forest Department Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফেল এক ধাপে হলো রাজ্য সরকার। রাজ্যজুড়ে বনদপ্তরের অধীনে ফের কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার এর নবান্ন দপ্তর। সুতরা মারফত জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিপুল শূন্য পদে ফরেস্ট তার পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে বনদপ্তরের এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে, কিভাবেই বা আবেদন করবেন, যোগ্যতাই বা কি লাগবে? আসুন নিচে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। West Bengal Forest Department Recruitment

West Bengal forest Department recruitment

সূত্র মারফত খবর পাওয়া গেছে, বন দপ্তরো ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা 2458 টি। এও জানা যায়, ওই পদের সংখ্যার মধ্যে 66 শতাংশ পদই খালি পড়ে রয়েছে। আবার অপরদিকে হেড ফরেস্ট গার্ড পদের সংখ্যা রয়েছে 231 টি , যার মধ্যে 83 শতাংশ পদে কোনো কর্মী নিয়োগ করা হয়নি বহুদিন ধরে। এরমধ্যে বারংবারই জঙ্গলে  কাঠ চুরির মত ঘটনা ঘটেই চলেছে। বনে এই কাঠ চুরির ঘটনা বন্ধ করার জন্য রাজ্য মন্ত্রিসভায় ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক মন্ত্রিসভার আয়োজন করেছিলেন, ওই মন্ত্রিসভাতে পরিকল্পনা করা হয় যে ফরেস্ট গার্ডের 1600 টি  শূন্যপদে এবং হেড ফরেস্ট গার্ডের 192 টি শূন্য পদে নিয়োগ করা হবে। West Bengal Forest Department Recruitment

 

ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের জন্য বৃহস্পতিবার এক নতুন নিয়ম জারি করে রাজ্য সরকার। যার নাম ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস 2024 (West Bengal Services Recruitment of Forest Guard and Head Forest Guard Rules 2024)। আগে এই নিয়োগ এর দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন নিয়ম তৈরি হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের উপর (West Bengal Public Service Commission)।

অবশেষে WBSSC-র মাধ্যমে 12 হাজার Gr-C ও D পদে কর্মী নিয়োগ, দেখুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের দায়িত্ব পাওয়ায় শারীরিক দক্ষতা যেমন উচ্চতা, চেস্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা নিয়ম শিথিল করা হবে। এই বিষয়ে বনমন্ত্রী বীরবাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এর ফলেই মন্ত্রিসভার বৈঠকে ওই দুটি পদে কর্মী নিয়োগের অনুমোদন পাস হয়।

 

বন দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে পরবর্তী আপডেট আসলে এই পোর্টালে দেওয়া হবে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now