পশ্চিমবঙ্গ CSC-র মাধ্যমে বিপুল Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন - WB Govt Job Recruitment

এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল কপেরেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)

1. • সহকারী পদ। 2. • জুনিয়র সহকারী পদ। 3. • জুনিয়র সুপারভাইজার পদ। 4. • জুনিয়র ক্যাশিয়ার পদ। 5. • জুনিয়র লেজার কিপার পদ। 6. • কেরানি পদ। 7. • সুপারভাইজার পদ। 8. • ক্যাশিয়ার সহকারী গ্রেড-১ পদ।

এখানে মোট শূন্য পদের সংখ্যা ৮৫ টি।

চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরির প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে।

মাসিক বেতন ন্যূনতম ২১,৮৩৩ টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৬৪৪ টাকার মধ্যে রয়েছে।

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ টেস্ট মাধ্যমে বাছাই করা হবে।