প্রাথমিকে নতুন টেট বিজ্ঞপ্তি? টেট পাসদের নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতির মতামত : WBBPE New Tet Exam Update

WBBPE : রাজ্যের দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানারকম বাধা নিষেধ দেখা যায়। শুরু করে আপার প্রাইমারি কিংবা এসএসসি সব নিয়োগেই দুর্নীতির ছাপ দেখা গিয়েছে।

এবার তার মাঝে রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ আপডেট জানালো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।

রাজ্যের বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ২০২২ সালে জানিয়েছিলেন রাজ্যে প্রতিবছরে দুবার করে টেট পরীক্ষা আয়োজন করা হবে।

আবারো ২০২৩ সালে প্রাথমিক টেট পরীক্ষা আয়োজন করা হয়। পরপর টেট পরীক্ষা নেওয়ার পরও কোনরকম নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়নি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

যেহেতু ২০২২ সালে এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার আয়োজন করা হয় সেহেতু ২০২৪ সালেও ডিসেম্বর মাসে নতুন করে টেট পরীক্ষার আশায় রয়েছেন বহু বহু শিক্ষক প্রার্থীরা।

এরমধ্যে নতুন পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি তার স্থান স্পষ্ট করে দেয়। কেননা রাজ্যে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় নতুন করে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না।