WB Government New Scheme :লক্ষীর ভান্ডার নয়,এই প্রকল্পে সরকার দিচ্ছে ৮,০০০ টাকা, বিস্তারিত জেনেনিন

রাজ্য সরকারের নতুন মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ৮,০০০ টাকা দেওয়া হবে।

এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।

1. • আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. • পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয়ে থাকে তাহলে এই সুবিধা পাবেন। আবেদনকারী ছাত্র-ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার মধ্যে হতে হবে। 3. • আবেদনকারী কে অবশ্যই obc, sc সম্প্রদায়ের মধ্যে হতে হবে। 4. • পড়ুয়া পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যেগুলো ক্লাসে সরকারি বিদ্যালয়ের মধ্যে পাঠরত হবে। 5. • শিক্ষার্থীরা অন্য কোন স্কলারশিপ অথবা আর্থিক সহায়তা পেলে এই স্কলারশিপের সুবিধা পাবেন না।

এই স্কলারশিপ এর সুবিধা পেতে চাইলে আবেদনকারী কে সর্বপ্রথম এর অফিসের ওয়েবসাইটে যেতে হবে। ‌

মেধাশ্রী প্রকল্পে আবেদনের জন্য ওয়েবসাইট অফিসের লিংকে জারি করা হয়েছে, সেটি হল https://www.wbmdfc.org/

আবেদন কারি  অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।