BDO অফিসে হিসাবরক্ষক পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে সুযোগ - WB BDO Office Accountant Recruitment

পশ্চিমবঙ্গের BDO অফিসে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদনের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে :  যোগ্যতা নিরিখে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। প্রার্থীদের জন্য নির্দিষ্ট দপ্তর কর্তৃক একটি আবেদন পত্র দেওয়া রয়েছে সেটি প্রিন্ট আউট বের করে নিয়ে সব ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে।

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে  যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী হবে এবং আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে ঐদিন ডকুমেন্টস ভেরিফিকেশন সহ আরো অন্যান্য পদ্ধতি অবলম্বন করে প্রার্থীকে যাচাই করে নিয়োগ করা হবে।

জরুরী ডকুমেন্ট সমূহ  ভোটার কার্ড কিংবা আধার কার্ড প্রার্থীর বাসিন্দার প্রমাণ যদি BDO অফিসের অধীনে হয় তাহলে BDO এবং SDO অফিসের অধীনে হলে SDO এর প্রমাণ। বয়সে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অরিজিনাল বেসিক পে সার্টিফিকেট এবং পেনশন স্লিপ শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

পদের নাম :  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে সহকারি একাউন্টেন্ট অর্থাৎ হিসাবরক্ষক পদে

যে সমস্ত প্রার্থীরাশ এক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের যোগ্যতা হিসেবে বয়স থাকতে হবে সর্বাধিক ৬৫ বছর কিংবা তার নিচে।

মাসিক সাম্মানিক : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের মাসিক সম্মানিক হিসেবে প্রতি মাসে ১১,০০০ টাকা দেওয়া হবে।