পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন লক্ষাধিক – WBSETCL Job Recruitment

আপনি কি চাকরির জন্য অপেক্ষারত? তাহলে আপনাদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSETCL) এক বড় ধরনের চাকরির সুযোগ দিতে চলেছ। যেকোনো জেলা থেকে যোগ্যতার নিরিখে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা সকলে আবেদনের যোগ্য হবে। তবে আবেদন কিভাবে করতে হবে? আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত থাকতে হবে? প্রভৃতি তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। WBSETCL Job Recruitment

WBSETCL job recruitment

আবেদন পদ্ধতি– WBSEDCL এ আবেদন করতে হলে প্রার্থীদের ইমেইলের মাধ্যমে ফর্ম এবং ডকুমেন্টস পাঠাতে হবে। চাকরির ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। rectt@wbsedcl.in- এই ইমেইল আইডির মাধ্যমে প্রার্থীদের ডকুমেন্টস এর সহিত বায়োডাটা পাঠাতে হবে। ডকুমেন্টস এবং ফর্মটি পিডিএফ ফাইলে পাঠাতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস– ১) আধার কার্ড বা ভোটার কার্ড ২) মাধ্যমিকের অ‌্যাডমিট কার্ড ৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট ৪) সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।

আবেদন পাঠানোর শেষ দিন– আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে ১০ই জুলাই, ২০২৪-এ। শেষ হবে ২৫শে জুলাই ২০২৪ তারিখে।

নিয়োগ পদ্ধতি– ইমেল পাওয়ার পর প্রার্থীদের মেধার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে। ওই তালিকায় নাম থাকা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাশ করতে পারলে প্রার্থীদের নিয়োগ করা হবে।

যে পদে নিয়োগ হবে– ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি সম্প্রতি Consultant-Renewable Energy পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

শূন্য পদের সংখ্যা– এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২টি।

বয়স– এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

বেতন– এই পদে যে প্রার্থীদের নিয়োগ করা হবে তারা বেতন হিসেবে পাবেন ১,১৫,০০০/- প্রতি মাসে + ৫০০০টাকা- পরিবহন ভাতা + ৩% বার্ষিক ইনক্রিমেন্ট।

যোগ্যতা-১) প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।

২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি, এনার্জি সায়েন্স বা এনার্জি ইঞ্জিনিয়ারিং-এ ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক পাস করা প্রার্থীরাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

ইন্টারভিউ নেওয়া হবে- বিদ্যুত ভবন, সল্টলেক, কলকাতায়।

Written by Nupur Chattopadhyay

Official Notification : Download 

Official Website : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.