অবশেষে WBPSC -র মাধ্যমে ফের Clerkship নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে সুযোগ, দেখুন বিস্তারিত

WBPSC: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য অবশেষে ফের দারুণ সুসংবাদ। কারণ WBPSC-র মাধ্যমে ফের নতুন করে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে দারুন সুসংবাদ। গত বছরের ক্লার্কশিপ বিজ্ঞপ্তির পর এবছরও ফের ক্লার্কশিপ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যে ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে WBPSC এর তরফে। ২০২৩ সালে শেষ ক্লার্কশিপ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার ফের ডিসেম্বর মাসে নতুন করে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

 

গত বছর ডিসেম্বর মাসে শেষ ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার পার্ট ওয়ান পরীক্ষা এ বছর নেওয়া হয়েছে। যদিও সেই পরীক্ষার ফলাফল এখনো বাকি রয়েছে এবং তার পাশাপাশি পার্ট টু ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। তারপরেও ইতিমধ্যে WBPSC এ তরফে নতুন করে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। আসুন তাহলে এই নিয়োগ সম্পর্কে আর বিস্তারিত জেনে নেওয়া যাক।

wbpsc

(WBPSC Indicative Notice) ইন্ডিকেটিভ নোটিফিকেশন নম্বর : ১২/২০২৪ 

 

নিয়োগের সংস্থা ও অন্যান্য তথ্য : প্রতি বছরের ন্যায় এই বছরও ক্লার্কশিপ পরীক্ষা আয়োজন করবে WBPSC দপ্তর।তবে এখনো পর্যন্ত এর বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

তবে পূর্ববর্তী নিয়োগ নোটিশ অর্থাৎ ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত নোটিশ অনুযায়ী নীচে আলোচনা করা হলো-

 

(WBPSC) নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :

পদের নাম : এক্ষেত্রে ক্লার্ক পদে নিয়োগ করা হয়

শিক্ষাগত যোগ্যতা : পূর্ববর্তী নোটিশ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ২০ টি এবং বাংলায় ১০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা : যে সকল যোগ্য প্রার্থীর আবেদন করবেন তাদের বয়স থাকা দরকার ন্যূনতম ১৮ বছর এবং সাধারণত সর্বাধিক ৪০ বছর। তবে এসসি, এসটি এবং ওবিসি কিংবা অন্যান্য সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

বিষয়বস্তুবিস্তারিত তথ্য
ইন্ডিকেটিভ নোটিফিকেশন নম্বর১২/২০২৪
নিয়োগের সংস্থাWBPSC
পদের নামক্লার্ক
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস এবং কম্পিউটার জ্ঞান। টাইপিং স্পিড: ইংরেজিতে ২০ শব্দ/মিনিট, বাংলায় ১০ শব্দ/মিনিট।
বয়সসীমা১৮-৪০ বছর (সংরক্ষিত ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য)।
নিয়োগ প্রক্রিয়াতিন ধাপ: . পার্ট ১, পার্ট ২, ও কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট

কিভাবে আবেদন জানানো যাবে:WBPSC Clerkship Recruitment 2024

WBPSC এর প্রতি নিয়োগের ক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়ে থাকে – 

  • প্রথমে প্রার্থীদের WBPSC অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এরপর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে হবে
  • তারপর প্রার্থীকে রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট লিংকে ক্লিক করতে হবে
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পাদন হওয়ার পরে প্রার্থীকে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  • জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে
  • এরপর প্রার্থীকে নির্দেশ মতো নির্দিষ্ট সাইজে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে
  • এরপর প্রার্থীকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য হলে জমা করতে হবে
  • সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

আবেদন মূল্য : এক্ষেত্রে প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদনমূল্য প্রযোজ্য হতে পারে। যেহেতু বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি, তাই বিস্তারিত নোটিশ থেকেই আবেদন মূল্য দেখে নিতে পারবেন।

 

নিয়োগ প্রক্রিয়া :Wbpsc clerkship recruitment 2024

এক্ষেত্রে মোট তিন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হয়ে থাকে 

  1. প্রথম পার্ট
  2. দ্বিতীয় পার্ট
  3. কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট
  • প্রথম ধাপে প্রার্থীদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে ইংরেজি অংক ও জেনারেল স্টাডিজ এই তিন বিষয় থেকে মোট ১০০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে।
  • দ্বিতীয় পার্টে সফল প্রার্থীদের ইংরেজি এবং সঙ্গে মাতৃভাষার বিষয়ের উপর ভিত্তি করে ডিসক্রিপটিভ প্রশ্নের মাধ্যমে যাচাই করা হবে।
  • সবশেষে কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট নিয়ে প্রার্থীকে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে।

 

এই মুহূর্তে WBPSC Clerkship Exam 2024 এর সংক্রান্ত অফিসিয়াল নোটিশ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম থেকে ইনডেকেটিভ নোটিশ অনুযায়ী এই প্রতিবেদন রচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ভিজিট করবেন।

WBPSC Official Website Click Here
Indicative Notice Download 

 

আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর সঙ্গে বিভিন্ন ধরনের শিক্ষার সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now