WBCSC Job Recruitment : রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এক্ষুনি আবেদন করুন

এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি করতে প্রকাশ। রাজ্যের বাসিন্দা হলে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে দারুন সংবাদ। আপনি যদি বেকার হয়ে থাকেন এবং চাকরির জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করে থাকেন তাহলে আরেক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়া গেল। যোগ্যতা নিরিখে রাজ্যের বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।  WBCSC Job Recruitment

wbscs job recruitment

আবেদন পদ্ধতি  : যে সকল প্রার্থী আবেদন করবেন, তাদের অনলাইন ও অফলাইন উভয়ের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সর্বপ্রথমে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন ফরম ফিলাপ করতে হবে। এরপর অনলাইন ফরম ফিলাপ প্রক্রিয়া শেষ হলে ওই আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিয়ে সেটি অফলাইন মাধ্যমে জমা করতে হবে। নিচে অফলাইন মাধ্যমে আবেদন পত্র পাঠানোর ঠিকানা দেওয়া হলো। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

 

বাছাই পদ্ধতি  :যোগ্যতা নিরিখে যে সকল প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন, তাদের  বাছাই করা হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে। বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

নিয়োগের সংস্থা : বর্তমান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) এর তরফ থেকে।

 

পদের নাম : প্রিন্সিপাল

 

বয়স সীমা : যে সকল আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে চাই, তাদের বয়স থাকতে হবে নূন্যতম ৪০ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

 

পদে আবেদন করতে যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাস্টার্স ডিগ্রী / পিএইচডি ডিগ্রি যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে।

 

আবেদন ফী : অসংরক্ষিতদের জন্য এক্ষেত্রে আবেদন মূল্য অনলাইন মাধ্যমে দিতে হবে ৫ হাজার টাকা এবং সংরক্ষিতদের জন্য আবেদন ফী হিসেবে ২ হাজার ৫০০ টাকা জমা করতে হবে।

 

অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার ঠিকানা : The Commission’s office at ASANNA Building, Plot No. DG-10/1, Premises No. 13-0327, Action Area – 1D, Rajarhat, New Town, Kolkata – 700156.

 

দুই ক্ষেত্রে আবেদন করার তারিখ সমূহ : অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ১০ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

ওই আবেদন পত্রটি অফলাইন মাধ্যমে জমা করতে পারবেন ৩১ শে জুলাই তারিখ পর্যন্ত।

 

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অথবা অফিশিয়াল নোটিফিশিয়াল ডাউনলোড করতে হলে নিচের দেওয়া লিংক ক্লিক করে দেখে নিবেন

Official Website : wbcsconline.in

Official Notification : Download

Mr Jobre
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.