WBBPE: চলতি বছরে কয়েক হাজার শুন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে। সম্ভবত ডিসেম্বর মাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০২২ এবং ২০২৩ টেট পাশ চাকরি প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে ২০২২ টেট পাস চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন। অবশেষে তাদের দাবি মেনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি বোর্ড।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই
তাই আপনি যদি একজন প্রাইমারি টেট পাস চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন। দীর্ঘদিন পর রাজ্যে পুনরায় প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে। আইনি জটিলতার কারণে এই নিয়োগ থমকে ছিল। তাই চাকরি প্রার্থীদের আন্দোলন সত্ত্বেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছিলেন না পর্ষদ সভাপতি। আইনি জট কাটতেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। পর্ষদ সভাপতি এর আগেও জানিয়েছিল প্রতি বছর রাজ্যে প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে, সেই কথা মত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ (WBBPE)
প্রাইমারি টেটে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বারংবার। এই নিয়ে কোর্টে একাধিক মামলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের পূর্বের শিক্ষা মন্ত্রী জেলে রয়েছেন। তাই সরকারের ভাবমূর্তি সচ্ছ করতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২ সালে প্রাইমারি টেট অনুষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই ২০২২ প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু আজ দীর্ঘ দু’বছর অতিক্রম হতে চলল অথচ ২০২২ প্রাইমারি টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি।
Read More: পুঁজি ছাড়াই মাসে আয় হাজার হাজার টাকা, বেকারদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ -Business Idea
এই নিয়ে ২০২২ প্রাইমারি টেট পাশ চাকরি প্রার্থীরা বারংবার আন্দোলনে সামিল হয়েছে। তার উত্তরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে কোর্টে একাধিক মামলা চলছে মামলাগুলো মীমাংসা না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছেন না। ২০১৭ সালের প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের সাম্প্রতিক নিয়োগ সম্পন্ন হয়েছে। তাই নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। পর্ষদ সভাপতি প্রতিবছর প্রাইমারি টেট নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মোতাবেক প্রতিবছর ডিসেম্বর মাসে প্রাইমারি টেট নেওয়ার কথা। সব শেষ প্রাইমারি টেট ২০২৩ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল যার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি।
প্রাথমিকে নতুন টেট বিজ্ঞপ্তি নিয়ে আপডেট ( WBBPE TET 2024 Update)
বর্তমানে নভেম্বর মাস চলছে এই এক মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করে নতুন নিয়োগ সম্ভব নয়। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতি অনুযায়ী পর্ষদ সভাপতি বলেছেন ২০২২ প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই ২০২২ এবং 23 প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ২০২৪ এর প্রাইমারি টেট নেওয়া সম্ভব হচ্ছে না। খুব দ্রুত ২০২২ প্রাইমারি টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তাদের নিয়োগ প্রক্রিয়া জুন জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ করে ২০২৪ প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে।
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ও শূন্যপদ এর তালিকা প্রকাশ
পর্ষদ সভাপতি তরফে ইতিমধ্যে জেলা গুলিকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, তাদের স্কুলে কত শূন্য পদ ফাঁকা রয়েছে। নভেম্বর মাসের মধ্যে শূন্য পদের রিপোর্ট জমা পরলে সেই অনুযায়ী মোট শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এছাড়া বর্তমানে প্রাইমারি স্কুল গুলিতে পঞ্চম শ্রেণীর যুক্ত করা হয়েছে। তাই মনে করা হচ্ছে আগামী নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের সংখ্যা বাড়তে পারে।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.