WB Supervisor Job Recruitment : আপনি কি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। রাজ্যের জেলার মিড ডে মিল প্রকল্পে ( Mid Day Meal Programme) সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীরা এই সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা সত্তর আবেদন করুন। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে ১৬ই জুলাই ২০২৪ এর মধ্যে। তবে এবার প্রশ্ন হল এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে?
নিয়োগ প্রক্রিয়া– এই চাকরির নিয়োগ প্রক্রিয়া হবে পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি- মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির সাথে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় কুরিয়্যার বা হাতে জমা দিতে হবে।নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে দেখে নিবেন।WB Supervisor Job Recruitment
প্রয়োজনীয় ডকুমেন্ট- ১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, ২) বাসিন্দার সার্টিফিকেটের কপি ৩) এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের কপি ৪) ভারতবর্ষের নাগরিকের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ডের কপি।
পদের নাম– মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্যতা– ১) এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যে ব্যক্তিরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারাই এই পদে আবেদনের জন্য যোগ্য।
বেতন– যে প্রার্থীরা সুপারভাইজার পদে নির্বাচিত হবেন তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন পাবেন।
বয়স– মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর।
নিয়োগের স্থান : বাঁকুড়া জেলার মিড-ডে-মিল বিভাগে এই পদ পূরণ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা– the office of the Block Development Officer, Indas Development Block, District ‘ Bankura
(except- Satur{ay, Sunday & Govt. Holidays)
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন– আবেদনপত্র জমা দিতে হবে ১৬/ ০৭/২০২৪ তারিখের মধ্যে।
Written by Nupur Chattopadhyay
Official Notification :Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |