চাকরিপ্রার্থীদের জন্য দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে দারুন সুখবর। অবশেষে SSC-র মাধ্যমে বিপুল সংখ্যক-শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোন প্রান্ত থেকে অথবা ভারতের নাগরিক হলে আবেদন জানাতে পারবেন। ছেলে কিংবা মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য হবে। চাকরিপ্রার্থীদের জন্য প্রায় 4000 পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে আগ্রহী বা চাকরি করতে আগ্রহী তারা শেষ পর্যন্ত করবেন। শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে সবিস্তারে আলোচনা করা হল। SSC Job Recruitment
কি কি পদে নিয়োগ করা হবে : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে মোট তিন ধরনের পদে নিয়োগ করা হবে –
1. লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
2. Junior Secretariat Assistant
3. Data Entry Operator
মোট শূন্যপদ : মোট প্রায় 4000 শূন্যপদে নিয়োগ করা হবে (Approx)
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন, তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায হিসেবে উপরোক্ত পদগুলিতে আবেদন করতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
মাসিক বেতন : যে সকল চাকরি প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে উপলক্ষে পদগুলিতে আবেদন জানাবেন এবং নিযুক্ত হবেন, তাদের মাসিক বেতন শুরু হবে 19,900 টাকা থেকে এবং সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে 63,200 টাকা পর্যন্ত।
বয়স সীমা : আগ্রহী চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে আবেদন করতে বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর কিংবা তার ঊর্ধ্বে এবং সর্বাধিক বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। এছাড়াও SC,ST,OBC ও PWD দের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ঠ নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
1. অনলাইন আবেদন করতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
2. এরপর অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফরম ফিলাপ করতে হবে
3. ফরম ফিলাপ চলাকালীন জরুরী ডকুমেন্টস আপলোড করতে হবে
4. এরপর একবার ভালো করে যাচাই করে নিতে হবে
5. সব ঠিকঠাক থাকলে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্টস : বেশ কিছু জরুরি নথিপত্র ডকুমেন্টস সাথে রাখতে হবে –
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমান পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া :যারা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে –
1. টায়ার 1 পরীক্ষা যার মধ্যে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে
2. টায়ার 2 পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে
3 এছাড়াও পরবর্তীতে কিছু টেস্ট পরীক্ষা নেওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সুখবর! ফ্রী রেশন ও 3000 দিচ্ছে রাজ্য সরকার, দেখুন বিস্তারিত -WB Govt Scheme
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিবেন –
Official Notice : Download
Online Application : Click Here
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
![অবশেষে SSC-র মাধ্যমে 4,000 শূন্যপদে গ্রুপ সি চাকরি, আবেদন করুন চটজলদি - SSC Job Recruitment JR Team](https://www.jobreqruitment.com/wp-content/litespeed/avatar/5d59b015c4b6df50f9fe370bde37bb4d.jpg?ver=1736659095)
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.