পশ্চিমবঙ্গে টিকিট কালেক্টর পদে নিয়োগ, শুধু মাধ্যমিক পাশে চাকরি -Railway HC Job Recruitment

আপনার শিক্ষাগত যোগ্যতা কী মাধ্যমিক পাশ? রেলে টিকিট কালেক্টর পদে চাকরি করতে চান? এবার পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি টিকিট হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Railway HC Job Recruitment

Railway job recruitment

পদের নাম : রেলের তরফে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়াও ইংরেজি পড়তে জানতে হবে।

 

বয়সসীমা : যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের নিচে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

 

মাসিক বেতন : যারা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন তাদের মাসিক হিসেবে 15 হাজার থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

 

জরুরি ডকুমেন্টস সমূহ :

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

3. জাতিগত সংশয় পত্র

4. পাসপোর্ট সাইজের ছবি

5. আধার বা ভোটার কার্ড

6. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

আবেদনের শেষ তারিখ : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন 20 মার্চ 2024 পর্যন্ত।

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : The Divi_ional Railway Manager (Commercial), Eastern Railway, Howrah, Yatri Niwas, 4″ Floor, Commercial Branch, Howrah, PlN-711101

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ:  ডাউনলোড

 

Important Links

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x