সম্প্রতি রাজ্যে পৌরসভা সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেবলমাত্র মাধ্যমিক পাশের ভিত্তিতেই কর্মী নিয়োগ করবে এই মিউনিসিপালিটি। কর্মী নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের। কেবলমাত্র ইন্টারভিউতে পাস করতে পারলি চাকরি পাওয়া যাবে। যে সকল প্রার্থীরা এতদিন চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা অতি শীঘ্রই এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করুন। তবে কারা কারা এই পদে আবেদন করতে পারবেন? আবেদনের সময়সীমা কত প্রভৃতি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। WB MSC HHW Recruitment
পদের নাম- শিলিগুড়িত মিউনিসিপালিটিতে HHW পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা– এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে শিলিগুড়ি মিউনিসিপালিটিতে ৩৫টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে।
শিক্ষাগত যোগ্যতা-১) মিউনিসিপাল সার্ভিস কমিশনে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
২) প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে।
বয়স– অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সক্রম রয়েছে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ২২-৪০ বছর।
বেতন– নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে ৪৫০০ টাকা থেকে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া– ১) প্রার্থী বাছাই করা হবে একাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
২) এই চাকরির পরীক্ষার জন্য ৯০% নম্বর থাকবে প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে। বাকি ১০% থাকবে প্রার্থীদের ইন্টারভিউ এর উপর।
নিয়োগ কারী সংস্থার নাম– শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই কর্মী নিয়োগের তত্ত্বাবধানে রয়েছে।
আবেদন পদ্ধতি-
১) শিলিগুড়ি মিউনিসিপাল সার্ভিস কমিশন এর মাধ্যমে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাকরির ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট করবেন।
২) ফর্ম থাকা প্রতিটি কলম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৩) ফর্মটি পূরণ হয়ে গেলে ডকুমেন্টস এর সহিত বিজ্ঞপ্তিতে থাকা ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) আধার কার্ড বা ভোটার কার্ডের কপি ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৩) মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট এর কপি ৪) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেটের কপি।
আবেদন পাঠানোর তারিখ– ২৬/০৭/২০২৪ তারিখের বিকাল ৪.৩০ এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন জমা করতে হবে।
Official Notification : Download
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU