চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্যে পুনরায় জব ফেয়ার ২০২৪ শুরু হতে চলেছে। এই চাকরি মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি মেলা থেকেই পছন্দ মত চাকরি বেছে নিতে পারবেন। সমগ্র দেশ বিদেশের সরকারি এবং বেসরকারি নামিদামি সংস্থা এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে চলেছে। তাই আপনি যদি খুব সহজ পদ্ধতিতে একটি চাকরির পেতে চান তাহলে অবশ্যই এই জব ফেয়ারে অংশগ্রহণ করুন। কারণ অন্যান্য চাকরি গুলোতে যেমন দুই তিনটি ধাপ পরীক্ষার মাধ্যমে চাকরি উত্তীর্ণ হতে হয়, সেই জায়গায় এই চাকরি মেলার ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। নিম্নে জব ফেয়ার ২০২৪ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। WB Job Fair 2024
•আয়োজক কারীর সংস্থা:
রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট তরফ থেকে এই জব ফেয়ার ২০২৪ আয়োজন করা হয়েছে।
•জব ফেয়ারে আবেদন পদ্ধতি:
জব ফেয়ার ২০২৪ অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পূর্বেই আবেদনের প্রয়োজন নেই। যেমন আপনাদের মেলায় প্রবেশের জন্য পূর্বের কোন অনুমতির প্রয়োজন হয় না, ঠিক তেমনি জব ফেয়ার উপস্থিত হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের কোন আবেদনের প্রয়োজন নেই। চাকরি প্রার্থীদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সহ, মার্জিত ড্রেস কোড পরিধান করে জব মেলায় উপস্থিত হতে হবে। এর পর প্রথমেই প্রার্থীদের মেলায় গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে বিভাগে প্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই বিভাগে গিয়ে সিরিয়াল নাম্বার অনুযায়ী অপেক্ষা করতে হবে। এরপর আবেদনকারীর সিরিয়াল নাম্বার অনুযায়ী ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ায় সিলেকশন হয়ে গেলে, সরাসরি আপনার হাতে চাকরির এপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে।
•কারা কারা অংশগ্রহণ করতে পারবেন:
যেহেতু গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে এই মেলার আয়োজন করেছে। তাই জব ফেয়ারে যে সকল চাকরি প্রার্থীদের পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এবং PBSSD শাখার ট্রেনিং রয়েছে, তারা অংশগ্রহণ করতে পারবেন।
•জব ফেয়ারের লোকেশন:
জব ফেয়ার ২০২৪ আয়োজিত হবে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা জব হেয়ার ২০২৪ অংশগ্রহণ করতে আগ্রহী তারা দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন।
•জব ফেয়ার এর সময়সূচি:
যে সকল চাকরি প্রার্থীরা জব ফেয়ার ২০২৪ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর আইআইটি ক্যাম্পাসে উপস্থিত হতে হবে।
যদি এখনো জব ফেয়ার ২০২৪ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে, তাহলে নিম্নে দেওয়া এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। আমাদের প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। West Bengal Job Fair
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU