চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে জাতীয় আয়ুস মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিম্নে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন শূন্য পদের নাম, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ প্রভৃতি তথ্যগুলো তুলে ধরা হলো। WB Health Job Recruitment
Employment number:
আয়ুষ মিশনের অধীনে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার এমপ্লয়মেন্ট নাম্বারটি হল DHFWS/UD/ADV/AYUSH/3460/24
১.শূন্য পদ:
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আয়ুস মিশনের অধীনে যে কর্মী নিয়োগ করা হবে এখানে প্রথম শূন্য পদটি হলো Yoga Professional পদ।
•যোগ্যতা:
আয়ুস মিশনের অধীনে ইয়োগা প্রফেশনাল পদে যে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমানের পাশ করে থাকতে হবে। তার পাশাপাশি যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রী সম্পূর্ণ করে থাকতে হবে।WB Health Job Recruitment
•বয়স:
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর।
•বেতন:
ইয়োগা প্রফেশনাল পদে কর্মরত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ২৮,০০০ টাকা। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।
২.শূন্য পদ:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে যে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে দ্বিতীয় শূন্য পার্টির নাম হল Pharmacist ।
•যোগ্যতা:
Pharmacist পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন শিক্ষিত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার পাশাপাশি হোমিওপ্যাথি ফার্মাসি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রী কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।
•বয়স:
Pharmacist পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর মধ্যে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
•বেতন:
এই পদে কর্মরত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২০,০০০ টাকা। পরবর্তীকালে ধীরে ধীরে বেতনের পরিমাণ বাড়বে।
৩.শূন্য পদ:
এই নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় শূন্য পদটি হল Multipurpose Worker
•যোগ্যতা:
Multipurpose Worker পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে। তার পাশাপাশি এক বছরের কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট প্রয়োজন।
•বয়স:
Multipurpose Worker পদে আবেদনরত প্রার্থীদের ন্যূনতম ২১ থেকে ৪০ বছর মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
•বেতন:
চাকরির প্রাথমিক অবস্থায় মাসিক বেতন ১৫,০০০ টাকা দেওয়া হবে। ধীরে ধীরে এ বেতনের পরিমাণ বাড়বে।
আবেদন পদ্ধতি:
আয়ুস মিশনের অধীনে একাধিক পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথমে www.wbhealth.gov.in এই অফিসের ওয়েব সাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রদত্ত তথ্যগুলো যাতে ভুল না থাকে, নয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে।
প্রয়োজনীয় নথিপত্র:
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবশ্যিক নথিপত্র গুলি হল- আধার অথবা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক রঙিন ছবি ইত্যাদি।
নিয়োগের স্থান:
মূলত এই নিয়োগ প্রক্রিয়াটি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়োগ করা হবে।
আবেদন সময়:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I am an experience content writer for 5 years. I write content with a proper source. Please read full content or visit such official website for more detail. THANK YOU