ফের স্বাস্থ্য দপ্তরে বহু পদে চাকরির সুযোগ, 23 জেলা থেকে আবেদন করুন -WB Health Job Recruitment

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য ফের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। রাজ্যের 23 জেলা থেকে যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। WB Health Job Recruitment

wb health job recruitment

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র বা বায়োডাটা জমা করতে হবে। বায়োডাটা পেতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং দেওয়া আবেদন ফর্মেট টি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে তাতে জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে। এরপর আবেদন পত্র বা বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি সঙ্গে সেল্ফ অ্যাটাস্টেট করে সংশ্লিষ্ট ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

আবেদন ফী : এক্ষেত্রে আবেদন করতে কোনো মূল্য জমা করতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি (WB Health Job Recruitment) অনুযায়ী এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ যোগ্যতার নিরিখে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

পদের নাম : এক্ষেত্রে বেশ কয়েকটি বিভাগে স্বাস্থ্য বিষয়ক স্পেশালিষ্ট নিয়োগ করা হবে, যেমন- মেডিসিন, পিডিয়াট্রিক্স, জি এন্ড ও, অপথালমোলজি প্রভৃতি।

যোগ্যতা সমূহ : স্বাস্থ্য দপ্তরের (WB Health Department) DHFWS-র তরফ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী পদের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন।

বয়সসীমা : যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক হবেন তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 67 বছরের মধ্যে।

ইন্টারভিউ এর তারিখ : সংশ্লিষ্ট পদ গুলির জন্য Walk In interview অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 তারিখে।

ইন্টারভিউ এর স্থান : Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office)

আবেদন করার পূর্বে প্রার্থীদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার অনুরোধ জানানো হচ্ছে। যোগ্যতা বিষয়ে বিস্তারিত জেনে তবে আবেদনের জন্য পথ বাড়াবেন।

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"