স্বাস্থ্য দপ্তরে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করে ফেলুন – WB Health Job Recruitment

আমরা জানি রাজ্যের বেকার যুবক-যুবতীদের অবস্থা করুনীয় কিন্তু তার মধ্যে ফের চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর নিয়ে এক ধাপ এগোলো রাজ্য সরকার।  রাজ্যের স্বাস্থ্য দপ্তরের (WB Health Job Recruitment) অধীনে ফের বিপুল সংখ্যদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এই নিয়োগ আপাতত জেলা ভিত্তিক হিসেবে সম্পন্ন করা হবে। রাজ্যের ছেলে ও মেয়ে উভয়ে যোগ্যতার নিরিখের স্বাস্থ্য দপ্তরের বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আসো তাহলে স্বাস্থ্য দপ্তরের বর্তমান নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Health Job Recruitment

wb health job recruitment

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন জানানোর সুযোগ দেওয়া হবে অনলাইন মাধ্যমে। অনলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করতে হবে এবং এরপর জরুরি সমস্ত ডকুমেন্টস অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ করার পরে কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে সমস্ত আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। সবশেষে আপনি চাইলে সেই আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

 

বাছাই পদ্ধতি : সফল ভাবে আবেদনপত্র জমা দেওয়ার পরে প্রার্থীদের একটি শর্ট লিস্ট তৈরি করে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বাছাই প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম: স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানেই দেখা যাচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশণের অধীনে মেডিকেল অফিসার ইনচার্জ, অ্যাকাউন্টেন্ট কুক, নার্সিং স্টাফ প্রভৃতি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

 

শূন্যপদের সংখ্যা: নোটিশে মোট ৪৪১টি শূন্য পদের সংখ্যার কথায় বলা হয়েছে।

 

যোগ্যতা :বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা যাওয়া হয়েছে -যেমন মেডিকেল অফিসার ইনচার্জ পদে আবেদন করতে গেলে প্রার্থীদের এমবিবিএস বা পোস্ট গ্ৰাজুয়েট ডিগ্রী পাস হতে হবে। তবে এক্ষেত্রে শুধু এমবিবিএস ডিগ্রি থাকলে চলবে না, দুই বছর মেডিকেল অফিসার পদে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আবার নার্সিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের এমএসসি নার্সিং পাস হতে হবে। এছাড়াও প্রত্যেক পদ ও তার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিক ডাউনলোড করে দেখে নিবেন।

 

বয়সসীমা :বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য ভিন্ন ভিন্ন বয়স চাওয়া হয়েছে। তবে প্রার্থীদের ৪০ থেকে ৭০ বছরের মধ্যে বয়স হলে এই পদগুলোর জন্য আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৪ হিসেবে।

 

বেতন: কর্মীদের নিয়োগ করা হবে চোখের ভিত্তিতে। যে সকল প্রার্থীরা স্বাস্থ্য মিশনের অধীনে চাকরি পাবেন, তাদের বেতন দেওয়া হবে ৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হবে।

 

আবেদন শেষ তারিখ: আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে ২০শে জুন ২০২৪ থেকে চলবে ৫ই জুলাই মধ্যরাত পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিবেন –

Official Notification Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you