রাজ্যে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রচুর গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Group D Job Recruitment

WB Group D Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য আবারো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাক্তন সৈনিক কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) তরফে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় পিওন, ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী নারী-পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রতি মাসের বেতন শুরু হচ্ছে ১৬৮০০ টাকা থেকে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? আবেদন যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবেন? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে যাচাই-বাছাই মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

wb group d job recruitment

পদের নাম:

প্রাক্তন সৈনিক কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদ রয়েছে।

  1. • ক্লার্ক পদ।
  2. • পিয়ন পদ।
  3. • নার্সিং সহকারী পদ।
  4. • চৌকিদার পদ।
  5. • ডেটা এন্ট্রি অপারেট পদ।
  6. • ল্যাব এসিস্ট্যান্ট পদ।
  7. • ড্রাইভার পদ।
  8. • টেকনিশিয়ান পদ।
  9. • ওআইসি পলিক্লিনিক পদ।
  10. • মেডিকেল স্পেশালিস্ট পদ।
  11. • মেডিকেল অফিসার পদ।
  12. • ডেন্টাল অফিসার পদ।
  13. • ডেন্টাল সহকারী পদ।
  14. • সাইকো থেরাপিস্ট পদ।
  15. • ফার্মাসিস্ট পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

উপরে উল্লেখিত একাধিক পদে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৮ টি। পদ অনুযায়ী এই শূন্য পদের সংখ্যা কত রয়েছে তা বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় একাধিক পদের উল্লেখ রয়েছে তাই একাধিক পদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে কোনরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া শুধুমাত্র সাক্ষর হলেই চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। তবে একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন পেশাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসের নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসের নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে।

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন বেতন কাঠামো রয়েছে। এখানে ন্যূনতম ১৬,৮০০ টাকা থেকে মাসিক বেতন শুরু হচ্ছে এবং সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়ার সুযোগ থাকছে। বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – Central Bank Of India Recruitment

আবেদন পদ্ধতি:

অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসে ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড করার পর সেটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ পত্র প্রদান করা হবে।

আবেদন শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়ার শেষ সময় ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অন্তিম সময়ের পূর্বে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক উল্লেখ করা হলো।

Official NotificationDownload
Official WebsiteClick Here
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"